![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাঁর চলে যাবার কথা শুনে মুখ ভার করেছিলো আকাশ
ঝগড়া থামিয়ে মৌনব্রত পালন করছিলো এক ঝাঁক শালিক
ধানের ক্ষেতে বুলবুলিদের দেখিনি যদিও ফড়িঙ ছিলো বিস্তর।
আর আমি বসেছিলাম তাঁর সমস্তটুকু নিয়ে দীঘির ধারে
সেখানে মস্ত শিমুলের গা ছুঁয়ে বইছিলো বিরহি বাতাস
সে বাতাসে কান্না ছিলো, আমি শুনেছি পরিযায়ী পাখির কন্ঠে
যেতে যেতে ওরাও গাইছিলো হারানো সুরের গান।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১২
প্রলয় নীল বলেছেন: করুণ তো বটেই! মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩
তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর !!!!!!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
প্রলয় নীল বলেছেন: অনেক শুভেচ্ছা।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬
কল্লোল পথিক বলেছেন: সে বাতাসে কান্না ছিলো, আমি শুনেছি পরিযায়ী পাখির কন্ঠে
যেতে যেতে ওরাও গাইছিলো হারানো সুরের গান।
অসাধারন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
প্রলয় নীল বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
প্রলয় নীল বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২১
তার আর পর নেই… বলেছেন: চমৎকার!
ছবিটাও সুন্দর!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২
প্রলয় নীল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: ধানের ক্ষেতে বুলবুলিদের দেখিনি যদিও ফড়িঙ ছিলো বিস্তর, কী বলা হচ্ছে এই পঙক্তি তে?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
প্রলয় নীল বলেছেন: 'বুলবুলিও তাঁর কষ্টে নিথর হয়ে গ্যাছে। হয়তো দূরে কোথাও হারিয়ে গ্যাছে অথচ তার বাঁচার জন্য খাদ্যের ( ফড়িঙ ) প্রয়োজন কিন্তু তাও সে বেমালুম ভুলে গ্যাছে'।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬
প্রলয় নীল বলেছেন: স্বাগতম। শুভেচ্ছা জানবেন নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪
মাহবুবুল আজাদ বলেছেন: যেতে যেতে ওরাও গাইছিলো হারানো সুরের গান। খুবই করুণ