নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যৎসামান্য কবি যার কাছে মৃত্যু হলো অপূর্ব একটি কবিতা।

প্রলয় নীল

লেখক/কবি

প্রলয় নীল › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা দিবসের অন্তরালে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮



এক টাকা,দু'টাকা আর কিছু খুঁচরো পয়সা
একবার মেলায়, দু'বার মেলায়
পরিমান সেই এক- পাঁচটাকা দু'আনাই।
কালবোশেখী ঝড়ের আগে-
আকাশেতে ঠিক যে রঙ লাগে,
বলাই এর মুখটিও সেরূপে রাঙে।

সুগন্ধি কোনো গোলাপ নয়
বলাই, ইরি ধানের চাল কিনবে
একমণ নয়, দু'মণ নয় কেজিখানেক নেবে।
উড়াল বায়ু বয় দক্ষিনে
জমে থাকা প্রশ্নগুলো উত্তর খোঁজে
হাতরে বলাই এর মনের গহিনে।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিঁজে
পুরো শহর চষেছে বলাই ছোট্ট দেহটি নিয়ে
বাবুদের বলছে, 'বাবু একটি টাকা দেবেন?
একটু দয়া না হয় করেন
শুনেছি ভালবাসা নামে আজ-
আপনাদের কি এক সুন্দর দিবস?
সেই দিবস এর দক্ষিণা-
আমায় ও কি একটু দেবেন না?
আমিও যে একজন মানুষ
তাই মনও আছে, নই তো ফানুস।
কষ্ট পেলে রক্ত ঝড়ে;
বুকের ভেতরও কি যেন নড়ে'।

কেঁদেই চলে সভ্যতার পুত্র বলাই-
অনেক দামী গোলাপ চাইনা
একটি টাকা'ই চাই মাত্র
বাবু, দয়া করে তাই দিন না।
গোলাপে কি আর ভরবে পেট
উল্টো, পূর্নিমার চাঁদ হাসবে দেখে।
যদি থাকে পেটে ভাত-
ভালোবাসাই বলবে- এসেছি দ্যাখো
বুকটি দাও, রাখো হাতে-হাত।

চাল কিনবো কেজিখানেক
মা'কে বলবো-
ও মা- মাগো, তোমার বুঝি কষ্ট অনেক?
মা'গো, তোমার বলাই চাল এনেছে
ভাত রাঁধো মা-
তোমার পাশে বসছি আমি
মা'গো আর কেঁদোনা তুমি।
দিন না বাবু একটি টাকা-
মা যে ঘরে বসে একা।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

কল্লোল পথিক বলেছেন: ও মা- মাগো, তোর বুঝি কষ্ট অনেক?
মা'গো, তোমার বলাই চাল এনেছে
ভাত রাঁধো মা-
তোমার পাশে বসছি আমি
মা'গো আর কেঁদোনা তুমি।
দিন না বাবু একটি টাকা-
মা যে ঘরে বসে একা।

অসাধারন কবিতা।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

প্রলয় নীল বলেছেন:

সুপ্রিয় বন্ধু, মন্তব্যে আপ্লুত হলাম। অঢেল ভালোবাসা আপনার জন্য। ভালো থাকুন নিরন্তর। ফুলেল শুভেচ্ছা।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২০

শেষ বেলা বলেছেন: কেন জানি না, কবিতাটি পড়তে পড়তে চোখের কোণে জল জমেছে, বুঝিনী, কবি হয়তো বলতে পারবে। ভাল লাগলো, অসাধারণ, ধন্যবাদ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৭

প্রলয় নীল বলেছেন: স্বাগতম।
যাদের মনে শুভ্র মেঘ নিরন্তর খেলা করে, মূলত তাঁদের চোখেই অল্পতে জল আসে। চোখের জলের মত পবিত্র আর তো কিছু নেই!

আপনার জীবন জোছনার শুভ্র হউক। ভালো থাকুন নিরন্তর।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

রক্তিম দিগন্ত বলেছেন: কবিতাটা সিম্পলী অসাধারণ! এছাড়া আর ভাষা নাই আমার বলার মত। +++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৮

প্রলয় নীল বলেছেন: আমি কৃতজ্ঞ। শুভেচ্ছা জানুন। ভালো থাকবেন।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

মাদিহা মৌ বলেছেন: অনেক সুন্দর কবিতাটা। :) চমৎকার লাগলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৯

প্রলয় নীল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১০

প্রলয় নীল বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন। অঢেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.