![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আকাশের দিকে তাঁকিয়ে মনে হলো, চাঁদের দেশে রুপোলী আলোর যে বাঁধটি আছে, সেটি ভেঙে চৌচির হয়ে গ্যাছে! আর সেই কারণে চাঁদের দেশের সবটুকু মায়াবী আলো আজ এই পৃথিবীতে এসে আছড়ে পড়েছে। আজ সেই পাগল করা 'চান্নিপসর' রাত। অপার রহস্যে পূর্ণ সেই দুধের চাদরে পৃথিবীর সকল মানুষ কে আজ মঙলময় সৃষ্টিকর্তা মুড়ে দিয়েছেন ভালোবেসে।
আমাকেও কি? নিজেই নিজেকে প্রশ্ন করি। এমন রাত এলে শুভ্র বলতো, 'আচ্ছা পরী, চাঁদের জায়গায় তোমাকে বসিয়ে দিলেও তো হয়। তখন চাঁদের এর চাইতে বেশি কোমল হতো বলে আমার বিশ্বাস'। আহারে পাগল! শুভ্র তুমি বড্ড অসময়ে চলে গেলে। আমি যে বড় একা, বড় একা। আমার শরীর ছুঁয়ে জলের ফোঁটা মাটিতে গড়িয়ে পরে।
আকাশের দিকে তাঁকালে মুহুর্তে বিভ্রম সৃষ্টি হয়ে মনে হচ্ছে, মস্ত থালার মত চাঁদটি আসলে একটি 'রুপোলী আলোর দীঘি'! সেই মস্ত দীঘি থেকে তরল রুপো উপচে উঠে ছড়িয়ে পড়ছে সমস্ত মাঠ-ঘাট, প্রান্তর জুড়ে।
আহারে চান্নিপসর রাত। হাত ভর্তি হয়ে আসিস ঠিকই কিন্তু ধরতে গেলে কোথায় যে উধাও হয়ে যাস। এভাবে কেউ কাউকে ফাঁকি দেয়? ঠিক আমার শুভ্র'র মত। শুভ্রও যে হাত গলে আলগোছে বেরিয়ে কোথায় যে চলে গ্যালো, ধরতে পারলাম না।
'আমার মনে বেজায় কষ্ট, হো ও ও, আমার মনে বেজায় কষ্ট, সেই কষ্ট হইলো পষ্ট, দুই চোক্ষে ভর করিলো আঁধার'- দূরে কোথাও গান বাঁজছে।
এই অবাক জোছনা জীবনে যদি একটিবার ধরতে পারতাম, মাত্র একটিবার, তবে জীবনটিকে বড় কোমল আলোয় সাজিয়ে নিতাম আমার শুভ্র'কে সাথে নিয়ে। আহারে!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬
প্রলয় নীল বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা জানুন ভাই।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮
জনৈক অচম ভুত বলেছেন: জোছনা কি আর ধরা যায়?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮
প্রলয় নীল বলেছেন: না। যদি যেতো, বহুআগেই আমি জোছনায় ভরা একটি দিঘী বানাতাম।
শুভেচ্ছা রইলো।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯
তার আর পর নেই… বলেছেন: চান্নিপসর রাত শব্দটা হুমায়ূন আহমেদ থেকে প্রথম শুনেছি।
একটা গান মনে পড়লো, আমার ভাঙ্গার ঘরের ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পড়ে … ( পড়তে পড়তে মনে পড়লো)
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৫
প্রলয় নীল বলেছেন: হুমায়ূন আহমেদকে আমি গুরু মানি। হ্যাঁ চান্নিপসর শব্দটি তিনিই প্রথম ব্যাবহার করেছেন।
শুভেচ্ছা জানুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
কল্লোল পথিক বলেছেন: চমৎকার লিখেছেন।
শুভ কামনা জানবেন।