![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরুর হৃদয় তবু চড়া দামে বিক্রি হয়;
খেতেও বেশ সুস্বাদু!
কিন্তু আপনি যে ক্যানো বড়াই করেন বুঝিনা আমি।
মরে যাবার পর পঁচে যায় আপনার হৃদয়
তবু আপনার হৃদয় নামক ত্রান কেন্দ্রে জড়ো হয় হাজারো রিফ্যুজি;
সেও আপনারই বাঁকা চোখের ইশারায়!
সেলাম রমণী, আপনি পারেনও বটে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫
প্রলয় নীল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। যেহেতু আমি বোকা নই- হা হা!
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩
কল্লোল পথিক বলেছেন: সেও আপনারই বাঁকা চোখের ইশারায়!
সেলাম রমণী, আপনি পারেনও বটে।
অসাধারন কবিতা।
শুভ কামনা জানবেন কবি।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫
প্রলয় নীল বলেছেন: শুভেচ্ছা জানুন প্রিয়।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯
মহা সমন্বয় বলেছেন: পিচ্চি কবিতা কিন্তু এর তৎপর্য অনেক।
২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৪
প্রলয় নীল বলেছেন: পিচ্চি কবিতা!! হা হা! বটে। শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮
দিল মোহাম্মদ মামুন বলেছেন: ভাই ওদের পিছনে সময় না দিয়ে নিজের জীবনকে গঠন করেন, প্রতিষ্ঠিত হোন, দেখবেন শুধু রমনী নয়, রমনীর অভিভাবক সহ আপনার জন্য পাগল হয়ে যাবে।
ধন্যবাদ আপনাকে