![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই আসবি বলেছিলি জলকন্যা;
এসেওছিলি বৈকি।
ফিঙ্গে জেনেছিল, জেনেছিল চড়ুই-
জংলার ছোট্ট ফড়িঙও বাদ পড়েনি।
ওই যে মেঘমালা আসমান জুড়ে;
বাতাস যাদের উপেক্ষা করে
নিয়ে যায় উড়ায়ে যেখানে-সেখানে
ওরাও জেনে ঝরেছিল অঝোর।
পূর্ণিমা হয়েছিল নেশা জাগানিয়া অথৈ
দুধের চাদরে নাকি মুড়েছিল আদরে?
শুনেছি সেদিন প্রহর দ্বিতীয়ায়-
চাঁদ নাকি তাঁর অপার্থিব আলোয়
রুপোলী টিপ এঁকেছিল তোর কপালে।
আহুতি দিয়ে আল্পনায় করেছিল নিঃশ্বেস-
তোর নিটোল পায়ে রক্তজবা আপনারে।
রামধনু ভালবেসে গভীর আগ্রহে
তোরণ করেছিল সাতটি রঙে রাঙিয়ে-
শুধু তোর কুসুমি চরণ পড়বে বলে।
অথচ বললি না শুধু এই আমাকে-
জানালি না এতটুকুন- দিলি না বুঝতেও
তবু জানিস- আমি কিন্তু বেঁচে আছি;
আমার মতই বেঁচে আছি- বেঁচেও থাকছি
তোর হাতে গড়া শঙ্খনীল প্রাসাদে।
৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৯
প্রলয় নীল বলেছেন: মন্তব্যের জন্য কৃতজ্ঞ। শুভেচ্ছা জানবেন।
২| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৩
রাকিব আল-হাসান বলেছেন: কথা গুলোকে হৃদয়ে লাগতে দেইনা। কিন্তু লেগে যায়। কারণ লাগলে প্রচুর ব্যথা পাই।
৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১০
প্রলয় নীল বলেছেন: আমারও লাগে ভাই! শুভেচ্ছা জানবেন।
৩| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর ভাললাগা কবিতা পড়ে মুগ্ধ হলাম।
৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১০
প্রলয় নীল বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই।
৪| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৫
আমিই মিসির আলী বলেছেন: কবিতায় লাইক দিলাম।
মাঝির নৌকায় উঠার শখ জাগছে।
৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১১
প্রলয় নীল বলেছেন: হা হা! শুভেচ্ছা জানবেন।
৫| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০
বিজন রয় বলেছেন: হৃদয়ের অনেক কথা শুনতে পেলাম কবিতায়।
++++
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৬
প্রলয় নীল বলেছেন: অনেক ধন্যবাদ দাদা। ভাল থাকবেন।
৬| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: পূর্ণিমা হয়েছিল নেশা জাগানিয়া অথৈ
দুধের চাদরে নাকি মুড়েছিল আদরে?
ভাল লাগল।
ধন্যবাদ,ভাল থাকুন।
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৭
প্রলয় নীল বলেছেন: মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। শুভেচ্ছা জানবেন ভাই।
৭| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২২
মো: ইমরান আল হাদী বলেছেন: অনেক ভাল লাগার একটি কবিতা, খুব ভালো লেগেছে।
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৮
প্রলয় নীল বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪১
ফারিহা নোভা বলেছেন: অসম্ভব সুন্দর একটি কবিতা, অনেক ভাল লাগল।