![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি বরং একটু জিরিয়ে নিন এই ফাঁকে
যেহেতু মধুতে উৎকৃষ্ট এবং পর্যাপ্ত পরিমাণ শক্তিবর্ধক উপাদান রয়েছে-
হে রাষ্ট্র- পরবর্তি ধর্ষনের জন্য নিজেকে উত্তমরুপে প্রস্তুত করতে-
আপনি মধু মিশ্রিত দুগ্ধ পান করতে পারেন।
আসলে তনু'রই সকল দোষ, আপনি প্রাণখুলে হাসুন
তনু'র যেটি প্রথম এবং ভয়ঙ্কর অপরাধ-
সে এলিট কিংবা 'লতায়-পাতায় মুক্তিযোদ্ধার বংশীয়' নয়
দ্বিতীয় অপরাধ- সে নারী হয়ে ক্যানো জন্মালো
আর তৃতীয় অপরাধ- সে ক্যানো সোনার বাংলায় জন্মালো
( হায়রে আমার সোনার বাংলা, হায়-হায়রে )।
জলদী করুন রাষ্ট্র- আপনি কি মর্গে যাবেন না?
আহা! সেখানে পড়ে রয়েছে ত্বন্বি তনু'র উদোম দেহ
'তৃতীয়বার ধর্ষিত হলো তনু- এই খবরটি শুনে আমরা ঘুমাতে যাবো'।
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
প্রলয় নীল বলেছেন: ভাই, আমি খুব সাধারণ অর্থে বোঝাতে বলেছি, আপনি এর ব্যাখ্যাটা অন্যভাবে করবেন না। শুভেচ্ছা জানবেন।
২| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭
কাজী নজরুলের ছাত্র বলেছেন: ঠিক বলেছেন।
জাতি তৃতীয় বার ধর্ষিত হল তনু এই খবরেরই অপেক্ষায়।
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
প্রলয় নীল বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা জানুন।
৩| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৫
নেক্সাস বলেছেন: তৃতীয়বার ধর্ষিত হল তনু
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
প্রলয় নীল বলেছেন: ভাগ্য!! শুভেচ্ছা জানবেন।
৪| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৮
হাসান নাঈম বলেছেন: সে এলিট কিংবা লতায়-পাতায় মুক্তিযোদ্ধার বংশীয় নয় - এটাই মনে হয় সবচেয়ে বড় অপরাধ।
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
প্রলয় নীল বলেছেন: এখন পর্যন্ত তাই মনে হচ্ছে। শুভেচ্ছা জানবেন।
৫| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৯
বিজন রয় বলেছেন: ওহ!
অনেক বেশি ভাল হয়েছে।
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
প্রলয় নীল বলেছেন: আমি কৃতজ্ঞ দাদা। শুভেচ্ছা জানবেন।
৬| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ হয়েছে।
শুভকামনা রইল।
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
প্রলয় নীল বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৭| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪
মুসাফির নামা বলেছেন: অসাধারণ বলতেই হবে।
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
প্রলয় নীল বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৮| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৪
সোজোন বাদিয়া বলেছেন: না, আপনার সাথে সম্পূর্ণ একমত হতে পারলাম না। 'মুক্তিযুদ্ধের চেতনাধারীদের' সাথে তনুর কিছুটা যোগসূত্র আছে বলে মনে হয়। চেতনাধারী সাংস্কৃতিক এবং মানবাধিকার সংগঠনগুলোর উপস্থিতি একটু চোখে পড়ার মতো নয় কি? আমার সন্দেহ (ধারণা বা বিশ্বাস বলব না) তনু যদি নাট্যকর্মী না হতেন তাহলে বোধহয় এতটা সাড়া পেতেন না। আরও স্মরণ করবেন ইতোপূর্বে ত্বকীর বিচার চেয়ে মানুষ অনেক সোচ্চার হতে পেরেছে, এখানেও কি ত্বকীর পরিবারের রাজনৈতিক অবস্থান সহায়তা করেনি? তেমনি সাতখুনের শিকারগণও কিন্তু ক্ষমতাসীন শক্তিরই একটি উপদল ছিল। তারা যদি সেরেফ বিরোধী দলের নেতা-কর্মী হতো তাহলে কি অমন প্রতিক্রিয়া হতে পারতো? বিষয়গুলো খুবই কৌতুহলোদ্দীপক এবং পীড়াদায়ক নয় কী?
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
প্রলয় নীল বলেছেন: একজন মানুষের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এটুকুই কি যথেষ্ট নয়?
ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৯| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৬
সুমন কর বলেছেন: দারুণ !
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
প্রলয় নীল বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন দাদা।
১০| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
গেম চেঞ্জার বলেছেন: মুক্তিযোদ্ধাদের জড়ানো ব্যাপারটা ভাল চোখে দেখছি না। আপনার কলম আপনি লিখবেন, আমি বাধা দেব না। তবে ভাল কে ভাল, খারাপকে খারাপই বলব।
৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৮
প্রলয় নীল বলেছেন: ভাই, এটি একটি স্যাটায়ার আর আমি 'লতায় পাতায় মুক্তিযোদ্ধার বংশীয়' বাক্যটি মূলত তথাকথিত 'চিনিখোর'দের বুঝাতে ব্যবহার করেছি।
অন্যকিছু নয়। আমার ইনটেনশনও খারাপ নয়। আমিও আপনারই মতো খারাপ কে খারাপ, ভাল কে ভাল বলি।
ধন্যবাদ এবং অঢেল শুভেচ্ছা জানবেন।
১১| ০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪৯
আকদেনিজ বলেছেন: সে এলিট কিংবা 'লতায়-পাতায় মুক্তিযোদ্ধার বংশীয়' নয়
মুক্তিযোদ্ধারা যে খুব ভাল অবস্থায় আছে এমন কিন্তু নয়। মুক্তিযোদ্ধা হওয়ার পরও ইনুসেন্ট গিলটি হয় যদি সে নির্দিষ্ট একটি দল না করে।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫০
প্রলয় নীল বলেছেন: ভাল বলেছেন। ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
১২| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৪
সাগর মাঝি বলেছেন: জলদী করুন রাষ্ট্র- আপনি কি মর্গে যাবেন না?
আহা! সেখানে পড়ে রয়েছে ত্বন্বি তনু'র উদোম দেহ
'তৃতীয়বার ধর্ষিত হলো তনু- এই খবরটি শুনে আমরা ঘুমাতে যাবো'
মাননীয় রাষ্ট্র জলদি করুন। অপেক্ষায় আছি।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫২
প্রলয় নীল বলেছেন: ঠিক তাই।
ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
১৩| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:১০
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: খুব ভাল লাগল ,ধন্যবাদ লেখককে
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩
প্রলয় নীল বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন ভাই।
১৪| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৮
আরাফআহনাফ বলেছেন: "'তৃতীয়বার ধর্ষিত হলো তনু- এই খবরটি শুনে আমরা ঘুমাতে যাবো'।
অার তো বলার কিছু থাকেনা। আমরা শেষ ঘুম ঘুমাতে যাবো।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪
প্রলয় নীল বলেছেন: আর কিছুই নেই বলার!
ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৯
চাঁদগাজী বলেছেন:
"সে এলিট কিংবা লতায়-পাতায় মুক্তিযোদ্ধার বংশীয় নয়
দ্বিতীয় অপরাধ- সে নারী হয়ে ক্যানো জন্মালো ।"
- না বুঝে মুক্তিযোদ্ধাদের কিছুতে জড়াবেন না।