নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যৎসামান্য কবি যার কাছে মৃত্যু হলো অপূর্ব একটি কবিতা।

প্রলয় নীল

লেখক/কবি

প্রলয় নীল › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি বলেই

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪



হিসেবগুলো বরং তোলাই থাকুক আমার নিঃশ্বাস এবং প্রশ্বাসের
ওদের আসা যাওয়া যে তোমার নামে সে ব্যাখ্যায় না গিয়ে
চলো আজ বৃষ্টি-বিলাস করি। উহু, বৃষ্টির কাছে কিছু জানতে চেও না;
বৃষ্টি লজ্জা পাবে ক্যানো সে প্রশ্নও আমায় করো না
সে হিসেব কষতে বসার চাইতে সাত সমুদ্র পাড়ি দেয়া ঢের সহজ!
আচ্ছা চলো সাঁঝ-কুসুমি রঙে রাঙাই তোমায়; সাজাই আশ্লেষে
আহা না করো না দোহাই- অমন করে না করো না তুমি-
আমি মরে যাবো- এপিটাফে লেখা হবে 'মানুষটি ভালবেসেছিলো'।
তুমি চৈত্র'র কাছে জেনো কোন সে ব্যাথায় চৌচির আমার মন
আসছে শ্রাবণ'কে পুঁছে দেখো আমার বুকে কোন সে শ্রাবণ।
বিরহী কোকিলের কন্ঠে বেদনার যে গান ইদানীং শোনো তুমি
সেটি আমি- এই আমি- হ্যাঁ আমি- তোমার আমি- শুনছো তুমি?
তুমি ভালোবেসে কাছে ডেকো- জিজ্ঞেস করো কি ব্যাথা কোকিলের বুকে
কোকিল হেসে বলবে ভালোবাসি! সেও আমারই শেখানো-
শুধু তোমাকে বলার জন্য- শুধু তুমি শুনবে তাই-
অনুরাগ আর প্রগাঢ় প্রণয়ের গান আমি শোনাতে বলেছি তোমাকে।



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭

বিজন রয় বলেছেন: সুন্দর।
হিসেবগুলো বরং তোলাই থাকুক আমার নিঃশ্বাস এবং প্রঃশ্বাসের।

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৪

প্রলয় নীল বলেছেন: অসংখ্য শুভেচ্ছা দাদা। শুভ দুপুর।

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৯

নকীব কম্পিউটার বলেছেন: চমৎকার হয়েছে।

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৫

প্রলয় নীল বলেছেন: আমি কৃতজ্ঞ। শুভেচ্ছা জানবেন অঢেল।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৪

বাউল আলমগী সরকার বলেছেন: সুন্দর লেখেছেন

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬

প্রলয় নীল বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ভালো হয়েছে বলেই ভালো লেগেছে।

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৭

প্রলয় নীল বলেছেন: হা হা! বটে। শুভেচ্ছা জানবেন দাদা।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৮

ফারিহা নোভা বলেছেন: চমৎকার কবিতা, একরাশ ভাল লাগা জানবেন।

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৮

প্রলয় নীল বলেছেন: জানলাম। আপনি শুভেচ্ছা জানুন অঢেল। শুভ দুপুর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.