নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যৎসামান্য কবি যার কাছে মৃত্যু হলো অপূর্ব একটি কবিতা।

প্রলয় নীল

লেখক/কবি

প্রলয় নীল › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৩



নিপুন কারুকাজে খঁচিত সুদৃশ্য চাদরে ঢেকে-
আপনারা পর্দা করেছেন মহান গণতন্ত্রের
(ওরাই উত্তম রক্ষক বোঝাতে)
সেই চাদর'টি আসলে মস্তবড় এক ধোঁকা-

'যার আড়ালে রয়েছে হলুদ একটি দেশ
সুশিক্ষিত অসংখ্য শেয়াল
মাংসাশী কিছু প্রাচীন বৃক্ষ
আর অগণিত দম দেয়া পুতুল'

মূলত আপনাদের গণতন্ত্র হলো-
সায়ানোজেনিক গ্লাইকোসাইড নামের একপ্রকার মৃদু বিষ
অতএব সংবিধাণে জুড়ে দিন নতুন একটি ধারা-
'আজ থেকে সর্বসাধারণের জন্য আপেল খাওয়া বাধ্যতামূলক করা হলো'
এই ফাঁকে আমরা খুঁড়তে থাকি নিজেদের কবর;
আপনাদের পাঠানো এপিটাফ পেয়ে গ্যাছি সুদূর পূর্বেই।


মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪১

আরাফআহনাফ বলেছেন: অসাম হৈছে।
দারুন দ্রোহ।
+++

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

প্রলয় নীল বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

২| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দ্রোহ সাথে পথ চলা হোক।
সুন্দর লিখেছেন। +

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১০

প্রলয় নীল বলেছেন: তবে তাই হউক।

শুভেচ্ছা জানবেন।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ কবিতা । ভাল লেগেছে । কবিতার কথাগুলো বেশ দুঃখজনক ।

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

প্রলয় নীল বলেছেন: এ দেশের মানুষের ভাগ্য যে দু:খ দিয়েই গড়া ভাই! তাই ওদের বলা কথাগুলোও দু:খজনক!

মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২১

রাজসোহান বলেছেন: রাজনৈতিক কবিতা, প্রিয়তে। :)

৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

প্রলয় নীল বলেছেন: রাজনৈতিক কবিতাই বটে তবে এই কবিতা প্রকাশ করেছে অপ-রাজনৈতিক ততপরতায় জন্ম হওয়া জঞ্জালের সাতকাহন!

শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.