![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপুর্যুপরী ধর্ষন শেষে হত্যা করেছিলো তাঁর যুবতী শাখাটিকে
বলে-
ইদানীং খুব কাঁদে বৃক্ষটি দেখে করুণা হয়েছিল কিছু ব্যাঙের
ওরা প্রার্থনায় বৃষ্টি চেয়েছিলো বন-দেবতার কাছে।
প্রার্থনা শুনে দেবতা দু'বার মুঁচকি হেসে-
দ্রাক্ষার শূরা ভর্তি গেলাস হাতে সিংহাসনে বসলেন।
পরবর্তি সভায় দেবতা'কে জানানো হলো-
'দেবালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাঙগুলোকে নরকে পাঠানো শেষে
অহেতুক কান্নার অভিযোগে বৃক্ষটির কান্নার অধিকার কেড়ে নেয়া হয়েছে'।
বৃক্ষটি এখন নিথর দাঁড়িয়ে থাকে আর অবসরে আকাশ দ্যাখে
জীবিত ব্যাঙগুলো বৃষ্টির জন্য প্রার্থনা করা ছেড়ে দিয়েছে।
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭
প্রলয় নীল বলেছেন: মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। শুভেচ্ছা জানবেন অঢেল।
২| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯
মুসাফির নামা বলেছেন: চমৎকার রূপক কবিতা।
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৯
প্রলয় নীল বলেছেন: ধন্যবাদ। অঢেল শুভেচ্ছা জানবেন।
৩| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪
কাজী নজরুলের ছাত্র বলেছেন: ফেবুতে পড়েছিলাম আপনার টাইমলাইনে,এখন আবার পরলাম
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০
প্রলয় নীল বলেছেন: শুভেচ্ছা জানবেন সুপ্রিয় বন্ধু।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
চমৎকার।
রূপকের দারুণ ব্যবহার। আক্ষেপ স্পষ্ট। ভাবালো।