![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবং আমাকে জানানো হ'লো আমার রাজ্যে আর একটি গাছ অবশিষ্ট আছে। এবং আমাকে জানানো হ'লো অর্থের প্রাচুর্যে রাজকোষ উপচে পড়ছে; আগামী দুইলক্ষ বছর আমার রাজ্যে টাকার কোনো অভাব হবে না। এবং আমাকে জানানো হ'লো বর্তমানে আমার সৈন্যসংখ্যা অগণন। এবং এও জানানো হ'লো সৈন্যরা যথেষ্ট অনুগত। তারা রোজ আমার আদেশের দ্বিগুণ মানুষ হত্যা করে আর বাকিটা সময় পার ক'রে দ্যায় আমাকে পুজো ক'রে।
বিশ্বাস করুন, আমি খুব শান্তিপ্রিয়। আমি রাজকোষ উন্মুক্ত ক'রে দেয়ার আদেশ দিয়েছি। আমার রাজ্যের আকাশে থাকা সমস্ত মেঘ কিনে ফেলা হবে। সকল পাহাড়-নদী-সমুদ্রকে পদানত করা হবে। বৃহৎ অরণ্যটি হরণ করার যাবতীয় প্রক্রিয়া শেষ। পাখিগুলোকে ইতিমধ্যে বেঁধে ফেলা হয়েছে। এখন আর গান শুনতে পান? পাখিদের? বিশ্বাস করুন, আমি খুব শান্তিপ্রিয়।
অথচ আমি জানতে পারলাম আমার রাজ্যের শেষ গাছটি কেটে ফেলা হয়েছে। অথচ আমি জানতে পারলাম মেঘেদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ আমি জানতে পারলাম পাহাড়গুলো সমতলভূমি হয়ে গ্যাছে আর নদী-সাগরের সকল জল শুকিয়ে গ্যাছে। এবং আমি জানতে পারলাম কয়েকটি সাপ ছাড়া আমার রাজ্যের আর কেউ বেঁচে নেই। এবং আমি দেখতে পাচ্ছি সাপগুলো প্রাসাদের দিকে এগিয়ে আসছে অথচ বিশ্বাস করুন, আমি ভীষণ শান্তিপ্রিয়।
আমি রাজকোষের ভিতরে ঢুকে দরজা বন্ধ ক'রে দিলাম। সাপগুলো আমার সামনে ব'সে আছে। আমি ওদের বেরিয়ে যেতে আদেশ দিলাম। সাপগুলো হাসছে। সবচাইতে ছোট সাপটি হাসতে হাসতে বললো, ইওর হাইনেস, আমরা শান্তিপ্রিয় নই।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৪
প্রলয় নীল বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানুন।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫
অপ্সরা বলেছেন: বাপরে!!
নিজের ভেতরের ছোট সাপটাও কি ভয়ংকর!!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৭
প্রলয় নীল বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইলো
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৮
রাজীব নুর বলেছেন: গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০৬
প্রলয় নীল বলেছেন: 'গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু'- কোনো সন্দেহ নেই ❤️
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১১
বিজন রয় বলেছেন: গাছ কেটে শান্তি প্রিয় হওয়াটা বোকামি।
ছোট্ট লেখাটির অর্থ আছে।