![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
_ অনেক কথা হলো কিন্তু একবারের জন্যও আপনাকে হাসতে দেখিনি আমি! আচ্ছা এবার একটু হাসুন তো।
- হাসবো? কিভাবে হাসতে হয় আপনি আমাকে শিখিয়ে দেবেন? একজন মানুষ ধোঁকা দিয়ে আমার সব হাসি নিয়ে কোথায় যে চলে গ্যাছে!
_ আপনি দারুণ মজা করতে পারেন। মুখটা করুণ করে এমনভাবে বললেন, উফ! আমি সত্যিই বিস্মিত।
- আমি সত্যি বলছি, কিভাবে হাসতে হয় আমি জানি না।
_ একটু বেশি হয়ে যাচ্ছে না? এবার কিন্তু সত্যি সত্যি রাগ হচ্ছে আমার। প্রথমে আপনার কথা শুনে মনে হয়েছিলো আপনি ভালো মানুষ। আমি কী ভুল ছিলাম?
- আপনি মিছিমিছি রাগ করছেন আমার উপর। আমি যা বলেছি সত্যি বলেছি।
_ প্লিজ স্টপ ইট! আপনি একজন প্রথমশ্রেণীর ভন্ড।
- না, আমি একটা অতৃপ্ত আত্মা, মানুষের রুপ ধরে মানুষ খুঁজে বেড়াই। আত্মা কখনো মিথ্যে বলতে পারে না।
_ কী? আপনি কী বললেন? আপনাকে পুলিশে দেবো আমি।
_ চমকাবেন না, আমি আত্মা হলেও মানুষের মতো বিশ্বাসঘাতক নই।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২২
প্রলয় নীল বলেছেন: আসলেই সুন্দর
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ হাসতে এসে হাসি ভুলে গেলাম।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০০
প্রলয় নীল বলেছেন: আহা! তবে তো সমস্যা হয়ে গেল!
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫১
অপ্সরা বলেছেন: নীল আত্মাটাতো সুন্দর আছে দেখতে!!!