![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েদের শরীরে মায়ার অংশ অনেক বেশী,
ছেলেদের থেকে;
- ছেলেদের ক্রমাগত করে যাওয়া অন্যায়গুলোকে বারবার মাফ কিন্তু মেয়েরাই করে; তোমরা করতে কি?
মেয়েদের মনের হিংস্রতা অনেক অনেক বেশী,
ছেলেদের থেকে;
- কি বিশ্বাস হলো না? মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নাও তো দেখি!
মেয়েদের সহনশীলতাও কিন্তু অনেক বেশী,
ছেলেদের থেকে;
- ক্রমাগত লাঠিঝাটা খেয়েও সংসার মেয়েরাই করে; তোমরা করতে কি?
মেয়েদের ব্যথা সহ্য করার ক্ষমতা অনেক অনেক অনেকগুণ বেশী,
ছেলেদের থেকে;
- সন্তান জন্মদানের ব্যথা কি যে অসহনীয়! তোমরা জানো কি?
বেশীরভাগ মেয়েরাই ভালোবাসে মন থেকে
বেশীরভাগ ছেলেরা শারীরিক;
- কামুক শব্দের বহুল ব্যবহার কি প্রমাণ করে? কামুকী শব্দটা জীবনে ক'বার শুনেছ?
তোমরা ভাবছ, ছেলে হয়েও কিভাবে মেয়েদের কথা এত বেশী জানি?
আমি আয়নায় আমাকে দেখেছি,
আর খুব কাছ থেকে দেখেছি আমারই কন্যা জায়া ও জননী।
--------------------------------------------------
- যাযাবর জীবন
৩০ মে, ২০২০
#কবিতা
ছবিঃ নেট থেকে সংগৃহীত, কিছুটা এডিট করা
২| ৩০ শে মে, ২০২০ রাত ২:৫৮
নির্বাসন এ একা বলেছেন: ভাই রে
সবাই কি আর সব কিছু বুঝে?
আমি কবিতা বুঝিই না
৩| ৩০ শে মে, ২০২০ রাত ৩:৪২
রাজীব নুর বলেছেন: ছেলেরা যেমন, মেয়েরাও তেমন।
৪| ৩০ শে মে, ২০২০ ভোর ৫:৪৯
ত্রিনয়নী বলেছেন: চমৎকার ও সুস্থ চিন্তাধারা। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০২০ রাত ২:০৩
চাঁদগাজী বলেছেন:
কিছু একটা বললে, লিখলে উহা কবিতা হয়ে যায় না।