![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব কম কথা বলি। কিন্তু কিছু হাবিজাবি লেখার চেস্টা করি । রিয়েল লাইফে কম কথা বলি বলে বন্ধুরা নির্বাক বলে ডাকে। তাই ভারচুয়াল লাইফে এই নামটাই বেশিরভাগ ব্যাবহার করি।
২০১৬'র ফেব্রুয়ারীর ২৯তারিখে কিছু সুবিধার কথা চিন্তা করিয়া নিজের বিয়ার ডেট নিজেই ফিক্সড করিয়া ফেলিয়াছি! যদি কোনো কারণে মিস হইয়া যায়, তাইলে ২০২০সালের ফেব্রুয়ারীর ২৯তারিখ!
সম্ভাব্য সুবিধাবলি:
(১) লীপ ইয়ারে বিয়ে করায় চারবছর পরপর বিবাহবার্ষিকী!
(২) জান্টুসকে বিবাহ বার্ষিকীতে প্রতিবছর গিফট না করে চার বছর পরপর গিফট। বিধায় পকেটের অবস্থাটাও...।
(৩) গিফটের জন্য প্রতিবছর জান্টুসের ক্যান ক্যান (বকুনি অথবা গিফট পছন্দ না হওয়া) থেকে রক্ষা।
(৪) বার্ষিকীর রাইতে বউয়ের 'আমাকে একটা বাবু দাও' টাইপের রিক্যুয়েস্ট থেকে রক্ষা পাওয়া, যার ফলে দেশের জন্ম নিয়ন্ত্রণে অবদান রাখা!
(৫) বন্ধুদের দাওয়াত করা থেকে বাঁচা, সঙ্গে দুষ্টু বন্ধুদের কুনজর থেকে বউকে হেফাজত রাখা।
(৬) স্পেশাল ডে হওয়ায় বাজারের ব্যাগ বহনে বিরত থাকা! সঙ্গে বাজারের ক্যাচেরম্যাচের থেকে রক্ষা পাওয়া!
... এরকম আরোও কিছু সুবিধা আছে! যেগুলো মূলত নিজেকে সেইফ করা!
দোআ কইরেন সব্বাই! বিয়াটা যেন ঐ ডেটগুলাতেই হয়!
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অতি উত্তম চিন্তা ভাবনা!!! এগিয়ে যান!!
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৮
মিজভী বাপ্পা বলেছেন: আপনের তো সিরাম বুদ্ধি
এত্ত বুদ্ধি কুনায় রাখেন ভাউ
লেখা অচথির