নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অট্টহাসি হাসতে হাসতে হারিয়ে যাওয়ার নেশা, লিখতে চাওয়া-ই আমার মনের একটিমাত্র পেশা

নির্বিবাদী নূর

নির্বিবাদী নূর › বিস্তারিত পোস্টঃ

যে সিনেমা একই সাথে ভয়ংকর এবং সুন্দর

২৪ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৭

ভয়ংকর সুন্দর! ❤️
সুন্দর আর ভয়ংকরের দৃশ্য যদি একসাথে সাজাতে চাওয়া হয় তাহলে আমার কাছে সবার আগে আসবে মিডসামার এর নাম। শেষ হয়েও হলোনা শেষের সুস্পষ্ট উদাহারণ হতে পারে এই সিনেমা।


মুভিঃ Midsommar (কর্কটক্রান্তি)

মানসিক অবসাদগ্রস্ত ড্যানি তার ট্রমা থেকে কোনোভাবেই বেরুতে পারছিলোনা কারণ ক'দিন আগেই তার বাবা-মা’কে মেরে নিজেই আত্মহত্যা করেছে তার নিজ বোন। এমন একটা পরিস্থিতি থেকে ড্যানিকে বের করে আনার জন্য তার বয়ফ্রেন্ড ক্রিশ্চিয়ান অনেক চেষ্টা করে এবং সুইডেনে গ্রীষ্মকালীন সফরে যাবার প্রস্তুতি নেয়।

শেষমেশ ক্রিশ্চিয়ানের বন্ধু পেলে’র নিমন্ত্রণে সুইডেনে যায় তারা, সাথে থাকে ক্রিশ্চিয়ানের আরও দুই বন্ধু। দীর্ঘ জার্নি শেষে সুইডেন পৌছে নিমিষেই যেন সব ক্লান্তি উড়ে যায় সকলের। এতো সুন্দর দৃশ্য দেখে ক্লান্তি থাকার কারণও নেই। অসাধারণ স্ক্রিন প্লে মুভি থেকে চোখ সরাতে দেবেনা।

সুইডেনের গ্রীষ্মকালটা হয় অন্যরকম। রাত ১০ টা বাজে অথচ তখনও সূর্য অস্ত যায়নি। কারণ সেখানে গ্রীষ্মের মাঝামাঝিতে সূর্য অস্ত যায়না। তবে সেখানকার মানুষের আতিথেয়তায় আরও একবার মুগ্ধ হয় সবাই। কিন্তু এই সুন্দরের ভেতরেই যে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু তা হয়তো ঘুণাক্ষরেও কেউ আন্দাজা করতে পারবেনা, আন্দাজ করার কথাও না।

এক পর্যায়ে সুন্দরের ভেতরেই খোঁজ মেলে ভয়াবহ নৃশংসতার। অতি সন্তর্পণে বদলে যায় দৃশ্যপট। কিন্তু কিভাবে হলো এই পরিস্থিতি! জানতে হলে দেখতে হবে মিডসমার। নিখাঁদ রোমাঞ্চের স্বাদ পেতে এই মুভি দেখার বিকল্প নাই।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নির্বিবাদী নুর কি রাজীব নুরের মাসতুতো ভাই? না কি প্রেতাত্মা?

৩১ শে মে, ২০২২ সকাল ১১:৫২

নির্বিবাদী নূর বলেছেন: আমি নিজেই নিজের প্রেতাত্মা

২| ২৪ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৯

আশিকি ৪ বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.