নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

তীর্থক

71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।

তীর্থক › বিস্তারিত পোস্টঃ

আমাদের স্বাধিনতা, কিছু বিতর্ক এবং তারপর

০৩ রা মার্চ, ২০০৬ ভোর ৫:৪৮

স্বাধিনতা এবং এর পরের ইতাহাস নিয়ে কিছু প্রস্ন সব সময়ই আমাকে কিছুটা বিব্রত অবস্থায় রাখে । প্রস্নগুলোর উত্তর আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ভাবে পেয়ে পেয়ে আরও বেশি বিব্রত হয়েছি । এবার উত্তর দেয়ার পালা আপনাদের ।

1. স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা রাজনৈতিক নেতা শেখ মুজিব এবং রাষ্ট্রনায়ক শেখ মুজিব দু'জন কি একই ব্যাক্তি ? আদর্শ বলেন আর নেত্রীত্বের দক্ষতার কথাই বলেন 71 এর আগের মুজিব আর পড়ের মুজিব কি একই রকমভাবে গ্রহনযোগ্য ?

2. 25 এ মার্চ 1971 থেকে 16 ই ডিসেম্বর 1971, এই সময়টায় মুজিবের ভুমিকাকে কিভাবে মুল্যায়ন করবেন ?

3. 1971 এ বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিল নাকি করতে বাধ্য হয়েছিল ? কিসের জন্য তারা লড়েছিল সেই সময় ? একটা স্বাধীন দেশের জন্য নাকি এই চেতনায় যে, হায়নারা ঝাপিয়ে পড়েছে, এখন বাঁচতে হবে ?

4. বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবে'র পরিবারের অবদান কতটুকু ?

5. স্বাধীনতার বিপক্ষে'র শক্তিকে সাধারন ক্ষমা ঘোষনার প্রেক্ষাপট কি ছিল ? তা কতটা যুক্তিসঙ্গত ছিল ? তা কি আদৌ শেখ মুজিবে'র অধিকারের মধ্যে পড়ে ?

6. 1972 থেকে 1975 এ সময়টায় রাজাকার নিধনে তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন ?

7. মুক্তিযোদ্ধাদের প্রাপ্য মযাদা প্রতিষ্ঠায় শেখ মুজিব কি উদ্দোগ গ্রহন করেছিলেন ?

8. রক্ষী বাহিনী গঠনের যৌক্তিকতা কতটুকু এবং তার নেপথ্যের কাহিনী কি ছিল ?

9. শেখ মুজিবে'র শাসনামলে তার পরিবারের কোন কোন সদস্যের সন্ত্রাসী কর্মকান্ড বিশেষ করে শেখ কামালের দৌড়াত্ব রাষ্ট্রনায়ক শেখ মুজিবে'র গ্রহনযোগ্যতায় কতটা প্রভাব ফেলেছিল ? তিনি কি তার পরিবারের ভিতর থেকে উঠে আসা সন্ত্রাস এবং অরাজকতা নিরসনে পুরোপুরি ব্যাথ ছিলেন না ?

10. দলীয়করন ব্যাপারটি কি তার আমলেই শুরু হয়নি ?

11. 1974 এর দুর্ভিক্ষের নেপথ্যের কাহিনী কি ছিল ? সেই প্রেক্ষাপটে শেখ মুজিব কতটা সফল ?

12. শেখ মুজিবে'র শাসনামলে সফল মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জিয়ায়ুর রহমান'কে কতটা মুল্যায়ন করা হয়েছিল ?

13. 7 ই নভেম্বর কি শুধুই একটা অভু্যথ্বান না কি জমে থাকা কিছু অভিযোগ আর স্বপ্ন ভঙ্গের ফল ?

14. 7 ই নভেম্বরের ঘটনায় দেশের সাধারন জনতার কোন ইনভল্বমেন্ট ছিল কি না ? তাদের প্রতিক্রিয়াই বা কি ছিল ?

15. 7 ই নভেম্বরের সাথে জিয়া কিভাবে কতটা জড়িত ছিলেন ?

16. সেনা নয়ক জিয়া কি ঘটনা চক্রে প্রেসিডেন্ট জিয়া, না কি এটা একটা নীল নক্সার অংশ ?

17. সাধারন জনতা জিয়ার উত্থানকে কিভাবে নিয়েছিল ?

18. শেখ মুজিবে'র শাসনামলে শক্তিশালী এবং জনপ্রিয় দল বলতে একমাত্রআওয়ামি লীগই ছিল । কিন্তু তার বিশাল সমর্থকরা 7 ই নভেম্বরকে এত সহজে মেনে নিল এবং ধীরে ধীরে কেউ বি. এন. পি., কেউ জাতীয় পার্টি এবং আরও বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল । কেন ?

19. শেখ মুজিব এবং জিয়ায়ুর রহমানের শাসন আমল তুলনা করলে আপনি কাকে তুলনামুলকভাবে সফল বলবেন ?

20. শেখ মুজিবের স্বপ্নের বাংলাদেশে আওয়ামি লীগের এই দূর্দশার কারন কি ? 1991 এর পরে 3 টি সাধারন নির্বাচনে অংশ নিয়ে তারা মাত্র একটিতে জয়ী হয়েছে তা ও বি. এন. পি. র সাথে শক্ত প্রতিদন্দ্বতা করে । উপরন্তু গত নির্বাচনে তাদের ভরা ডুবি হয়েছে । এগুলোকে আপনি কিভাবে ব্যাক্ষা করবেন ? এগুলোর সাথে কি 1972 থেকে 1975 এর কোন সমর্্পক নেই ?

***আশা করছি যাদের হাতে উপযুক্ত প্রমান / দলিল আছে তারা এই আলোচনায় অংশ নিয়ে অনেক বিতর্কের অবসান ঘটাতে সহায়তা করবেন ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩

অতিথি বলেছেন: তীর্থক, আমি স্বপ্রণোদিত হয়েই আপনার বিতর্কে অংশ নেবো। এবং একটি একটি করে প্রশ্নের উত্তর দেবো। আপনার প্রশ্নগুলি আমাকে আগ্রহী করে তুলেছে। হয়তো কোনটি আপনার সঙ্গে মিলবে, কখনও অমিল হবে, দ্্বি-মত হতে পারি কিন্তু লড়াই নয়, তাইতো আমাদের নীতি, নয়?
আমি প্রশ্নগুলো কপি করার চেষ্টা করলাম হলো না। যা হোক হাতেই লিখে নেবো।
ভালো থাকুন - স্রেয়শী।

২| ০৩ রা মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩

অতিথি বলেছেন: স্রেয়শী, এখানে আমি লড়াই করতে আসি নি । আমি আপনাকে বিভ্রান্ত করবো না, আপনিও আমাকে করবেন না । এই কনসেপ্টকে বেইজ করে যদি আলোচনা সমালোচনা হয়, আশা করছি সেটা আমাদের অনেক সত্যকে সামনে তুলে আনবে । আমি আপনার কথার যুক্তি পছন্দ করি । আর চাই সর্ব শ্রেষ্ঠ (অকাট্ট) যুক্তিটাই টিকে থাক । হয়তো তারপরেও কারও কারও মধ্যে কিছু অসন্তোষ থাকবে । কিন্তু তা আমাদের মেনে নিতেই হবে ।
ধন্যবাদ ।

৩| ০৩ রা মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩

শুভ বলেছেন: ভাই তীর্থক, ওয়েল ডান! আপনি অনেক শ্রম, মেধা ব্যয় করেছেন এই প্রশ্নগুলো সাজাতে। সরি, এই সম্বন্ধে আমার পড়াশুনা খুব কম তবুও আমার বক্তব্য হচ্ছে শেখ মুজিব সাহেবের অবদান অস্বীকার করার কোন যো নেই। কিন্তু তিনি যদি সোনিয়া গান্ধীর পদ্ধতি অবলম্বন করতেন তাহলে আজ এ দেশের খুব কম বাসা-অফিস থাকত যেখানে উনার একটা ছবি শ্রদ্ধার সঙ্গে থাকত না।

৪| ০৩ রা মার্চ, ২০০৬ দুপুর ২:০৩

অতিথি বলেছেন: ধন্যবাদ শুভ । আমি আরও অনেক মন্তব্য চাই । যারা সেই সময় নিয়ে অনেক পড়ালেখা করেছেন তাদের মন্তব্যও চাই ।

৫| ০৩ রা মার্চ, ২০০৬ বিকাল ৫:০৩

অতিথি বলেছেন: প্রিয় তীর্থক,
আপনার প্রশ্নাদি বিষয়ক প্রাথমিক উত্তরে শুধু একথাই বলবো যে, আপনি আমাকে কুড়িটি প্রশ্ন করেছেন তার মধ্যে পনেরটি সরাসরি শেখ মুজিবকে নিয়ে এবং বাকি পাঁচটির মধ্যে তিনটি তার আমল সম্পর্কিত এবং দু'টিতে তিনি প্রচ্ছন্ন ভাবে উপস্থিত।
তীর্থক, এটা কি একটা প্রমাণ নয় যে, শেখ মুজিবকে বাদ দিয়ে বাংলাদেশ, বাংলাদেশের অসত্দিত্ব, স্বাধীনতা এমনকি বর্তমান অবস্থা সম্পর্কে তুলনা, বাছ-বিচার কিংবা সিদ্ধানত্দগ্রহণ কোনওটিই সম্ভব নয়?
যদি তাই-ই হয় তাহলে এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের এগুতে হবে অত্যনত্দ সতর্কতার সঙ্গে, যাতে কোনও প্রকার পৰপাতিত্ব কারও প্রতি প্রকাশ না পায়, নিরপেৰ ও নির্মোহ গবেষকের দৃষ্টি নিয়ে আমি এগুলো সম্পর্কে তথ্যাদি তুলে ধরার চেষ্টা করবো।
কিন্তু সেগুলো আপনার মনোপূত না হলে আমাকে শেখ মুজিব কিংবা আওয়ামী লীগের দালাল আখ্যায়িত করবেন না আশা করি। আর আমাকে এ জন্য কিছুদিন সময় দিতে হবে। নইলে তাড়াহুড়োয় অনেক সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য অনুলেস্নখিত কিংবা ভুল ভাবে উপস্থাপনের ভয় থেকে যাবে।
আশা করি, আপনি অপেৰা করবেন।
ভালো থাকুন, শুভ কামনা।

৬| ০৩ রা মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:০৩

অতিথি বলেছেন: স্রেয়শী, সময় নিয়ে ভাববেন না । যত খুশি সময় নিন । আমি বরং আপনার মুল্যবান সময় নষ্ট করছি কি না তা নিয়ে ভাবছি । আর একটা কথা, কারও ব্যাক্তিগত মতামত নিয়ে তাকে কটাক্ষ করা আমার নীতিতে নেই । আমি শুধু কাউকে অপমান বা হেয় করাটা সহ্য করতে পাড়িনা ।
ধন্যবাদ । আপনিও ভাল থাকুন ।

৭| ০৪ ঠা মার্চ, ২০০৬ ভোর ৫:০৩

ঘর বাড়ি বলেছেন: তীর্থক ভাই আপনার প্রশ্ন গুলো নিয়ে এদেশের সকলেরই ভাবতে হবে এবং ভাবা উচিত ,কারন এর সঠিক উত্তর যদি আমরা এখরও বের করতে না পারি তহলে ভবিষ্যত বংশধররা আর কোন দিনই এর সঠিক উত্তর জানতে পারবেনা কারন মুক্তি যোদ্ধারা এখনো জীবিত আছে অথবা সেই সময়ে ছিলেন এমন অনেকই এখন রয়েছে ,কিন্তু এক দিন আসবে যখন তোদের মধ্যের কেউ থাকবেনা তখন আমরা কি ভাবে সত্য ইতিহাস জানবো?
আমাদের দেশের রাজনৈতিক দলের সাথে সাথে ইতিহাস বইয়েও পরিবর্তন হয় যেটা আমরা আমাদের দেশের স্কুলের ইতিহাস বই গুলোতে প্রতি 5 বছর পর পর দেখতে পাই প্রতি পাঁচ বছর পর পর ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে আমাদের স্বাধীনতার ইতিহাস ও পরিবর্তন হয়
তীর্থক তবে আপনার প্রশ্ন গুলোর বেশীর ভাগই বঙ্গবন্ধু বা আওয়ামিলীগকে নিয়ে প্রশ্নের বৃস্তিতি আরো অনেক বেশী হওয়া দরকার , এটাও জানাদরকার যে রাজাকাররা কি ভাবে দেশের রাজনীতিতে ঢুকলো এবং কি ভাবে জাতীয় সংসদে বসার অধিকার পেল ?
এসকল কার স্বার্থের জন্য ??
তীর্থক হয়তো আপনার সব প্রশ্নের উত্তর পাওয়া যাবোনা বা দেওয়া যাবেনা বা অনেক উত্তর আপনার পছন্দ হবে না
কিন্তু এটা সত্যিযে আপনি আমাদের ভাবনার বিষয় দিয়েছেন
এই সুন্দর লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
বি:দ্র: ধীরে ধীরে আপনার প্রশ্নের উত্তর খোজার চেষ্টা করব

৮| ০৪ ঠা মার্চ, ২০০৬ ভোর ৬:০৩

অতিথি বলেছেন: ঘরবাড়ি, আপনাকে ধন্যবাদ । আপনি ঠিকই বলেছেন, আমার প্রস্নের ব্যাপ্তি আরও অনেক বিস্তৃত হওয়া দরকার ছিল । তবে এটা একটা ধাপ মাত্র । হয়ত কোনদিন অন্যকোন ধাপ নিয়ে প্রস্ন করবো । জেনে নেব আপনাদের মতামত ।
সুস্থ থাকুন ।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৩৪

তীর্থক বলেছেন: আবার এল ডিসেম্বর । আবার বিজয়ের স্বপ্ন । আমার উপরের প্রশ্নগুেলার জবাব দেয়ার কথাছিল কারো । জবাব আজও পাইনি । আপনারা কেউ একবার চেষ্টা করবেন কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.