![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরুপায় প্রেম
___নির্জন মন ।
এ মন আজ উদভ্রান্ত পরিশ্রান্ত-
ক্লান্ত প্রান আজ স্থিমিত শান্ত ।
দুঃসহ ঘোর কাটিয়ে এ' মন
চোখেঁ নিয়ে নতুন স্বপ্নাঞ্জন
ভেবেছিলাম কেটে গেল সংশ্ময়,
তবু কেন মনে লাগে ভয়-?
বুকে কেন তবু হা-হা রব??
পিছুটান কেন? যদিও ভুলে গেছি সব ।
সত্যিই পেরেছি ভুলে যেতে সব ?
তবে কেন শুনি হৃদয় মাঝে মৃদূূ কলরব??
ভালোবাসিনা, ভালোবাসবোনা, হয়না তা কখনো
কিন্তু তাই হয়ে গেলো যা মুছেনি এখনো ।
তোমার মুখের পানে চেয়ে ভালোবাসার কথা কখনো ভাবিনি,
কিন্তু মনের মাঝে জন্ম নিলো প্রেম, তাতো বুঝিনি !
কিছুটা বুঝেছি, বুঝেছি বলেই কষ্ট আমার রাত-দিন,
তুমিও ভালোবাসো আমাকে, যা বলতে পারবেনা কোনদিন ।
তাই ভলে গেছি তোমাকে-
কি প্রয়োজন এ বাধন রাখা তোমাতে-আমাতে?
যদিও কষ্টটা হৃদয়র মাঝে ভরে দেবে ক্ষতে........
বিবেকের সাথে শত যুদ্ধ সংগ্রামে
শুধু ব্যর্থতা পেয়েছি পরিনামে ।
মন মোর আবদ্ধ তোমার ভালোবাসায়
তবু আমি নিরুপায়...................................
©somewhere in net ltd.