![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাঙ্ক্ষা
____নির্জন মন ।
বড় একা ! একা !! সঙ্গীহীন এ জীবন,
কেউ কখনও হৃদয়ের কড়া নেড়ে ঘটায়নি স্বপণ ।
বড় কন্ঠকীর্ণ এ জীবন, বড় ব্যথা তবু একাই-
বড় একা- ভালোবাসা প্রেম বলিতে কেহ নাই ।
তবু থামে না জীবন, নয় সে ক্ষণিকের
বিস্তর সময়ে একাকী জীবনে কেউ কি ভাগিদার হবেনা এ'মনের?
তবু আশা - বড়ো আশা
পাবো প্রেম ভালোবাসা
আসবে কেউ জ্বালবে প্রদ্বীপ মনে,
হয়তো আসিবে সে স্বপ্নীল শুভক্ষনে ।
আবার হয়তো সেও আছে অপেক্ষায়-
এমনো তো হতে পারে? নয় এ বিচিত্র ভালোবাসায় ।
আজ বড়ো প্রয়োজন তাকে, সব যে হয়ে যাচ্ছে পন্ড,
আর যে পারছি না সইতে, এ ধরা কি এতোই পাষন্ড?
কেউ কি নেই- শুনতে পাও না বাতাসে কান পেতে?
কি আহ্বান- সে কিসের কথা বলে, চাও না জানতে?
বড়ো কষ্ট! কষ্ট !! হৃৎপৃন্ডে চলে আগুন !!!
ভষ্ম শিরা উপশিরা- শরীরটা আরো জ্বলছে দ্বিগুন ।
হীম বায়ূ নিয়ে আসো ভালোবাসা-
এ জীবনে তুমি যে একমাত্র অবলম্বন, একটাই ভরশা...............
©somewhere in net ltd.