নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশিথীনি নিশি

কলংক আমি কাজলের ঘরে থাকি --- কাজল আমাকে বলে সমস্ত কথা ---

নিশিথীনি নিশি › বিস্তারিত পোস্টঃ

টেকি হেল্প চাই: জরুরী দরকার । আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে্ । খুব ভালো হ্যাকিং জানেন কেউ কি আছেন????

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮

গতকাল রাত ৯ টায় আ্মার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে । মানে আমার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে কেউ একজন । এদিকে যেই মেইল আইডি থেকে আমার একাউন্ট খোলা হয়েছে, তার পাসওয়ার্ড ও মনে নাই ।



বেশ কবার ট্রাই করার পর ওই ইয়াহু একাউন্ট টা ও লক হয়ে গেছে । আমাকে কেউ জানান এই অবস্থায় আমি কি করবো??



ফেসবুক আইডি টা আমার ভীষন জরুরি । কারণ, যে হ্যাক করেছে সে উল্টা পাল্টা পোষ্ট দিতে পারে । আর ওই আইডি তে আমার আত্তীয় সজন সবাই আছে । তার চেয়েও বড় কথা আমার মৃত আদরের ছোট ভাইটাও ওই একাউন্টে এ্যাড করা আছে। ওর সাথে এটাই আমার ধরে রাখার শেষ যোগাযোগের রাস্তা ছিল ।



আমি ভালো কোন হ্যাকার কে চিনি না । কিভাবে হ্যাকিং করতে হয় তাও জানি না । সামুতে এমন কোন হূদয়বান হ্যাকার থাকলে আমাকে সাহায্য করেন প্লিজ। আমাকে বেইজ্জতের হাত থেকে বাচাঁন । যত দ্রুত সম্ভব ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৫

নীরব মানুষ বলেছেন: আপনার FB ID টা দিন

২| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬

আহলান বলেছেন: দুঃখ জনক

৩| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০২

মো: আতিকুর রহমান বলেছেন: হ্যাকারের কাছে থেকে আবার হ্যাক করতে হবে!!!
মেইল আইডির পাসওয়ার্ডটাই উদ্ধার করতে চেষ্টা করুন। মেইল আইডি খোলার সময় গোপন প্রশ্ন বা রিকভারি অন্য আরেকটা যে মেইল আইডি দিয়েছিল সেটা দিয়ে চেস্টা করুন। আর আচ্ছা মেইল আইডিটা ফোন নাম্বার দিয়ে ভেরিভাই করা ছিল? যদি থাকে তাহলে নাম্বার দিয়েও পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন।

৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৬

নতুন বলেছেন: ফেসবুক থেকেই আপনার পাসওয়াড রিকভারি করতে পারবেন....

ওদের সাথে যোগাযোগ করুন.... ওরাই সাহাজ্য করবে...

হ্যাক করতে পারবেননা....

৫| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২

অ্যামাটার বলেছেন: যেই মেইল আইডি থেকে ফেসবুকে রেজিস্ট্রি করেছিলেন, সেটারও পাসওয়ার্ড হারিয়ে ফেললে উদ্ধার করা বেশ ঝামেলা সাপেক্ষ। অবশ্য সম্ভব। তবে একটা কাজ করতে পারেন, দ্রুত ফেসবুকে আরেকটা আইডি খুলে হ্যাক হওয়া আইডিতে মেসেজ করে হ্যাকারের সাথে যোগাযোগ করেন। বুঝিয়ে টুঝিয়ে বলেন, তাছাড়া আপনার একমাত্র ছোট ভাইএর স্মৃতি ইত্যাদি।
হ্যাকার নিতান্তই মন্দ লোক না হলে ফিরিয়ে দিবে আশাকরি।

৬| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৬

আকরাম বলেছেন: আমারটা ও হ্যাক হয়েছে কিছুদিন হলো। অনেক ট্রাই করেছি, কাজ হচ্ছে না।

"নতুন বলেছেন: ফেসবুক থেকেই আপনার পাসওয়াড রিকভারি করতে পারবেন....

ওদের সাথে যোগাযোগ করুন.... ওরাই সাহাজ্য করবে...
"
কোনো মেইল এ্যাড্রেস তো পাচ্ছিনা!

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

রাশেদ অনি বলেছেন: ফিরে পেয়েছেন আপুনি?

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

দি সুফি বলেছেন: হ্যাক্‌ড্‌ নয়, আপনার পাসওয়ার্ড চুরি হয়েছে। কেউ অনুমানের উপর আপনার পাসওয়ার্ড পেয়েছে, অথবা আপনি অন্য কারো পিসিতে লগিন করেছিলেন, সেখান থেকে পেয়েছে। সাইবার ক্যাফেতে না গিয়ে থাকলে আপনার কাছের কেউই এই কাজটা করেছে।
হ্যাক করে আপনি আপনার অ্যাকাউন্ট ফেরত পাবেন না। ফেইসবুকের আইডি হ্যাক করা এত সহজ জিনিস না।

এই লিঙ্কে যানঃ http://www.facebook.com/hacked/
My Account is compromised এ ক্লিক করুন
আপনার ইউজার নেইম অথবা মোবাইল নাম্বার দিন (যেটা ফেইসবুকে অ্যাড করা আছে), সার্চ করুন
এবার আপনার পুরাতন পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করুন।
লগিন করতে পারলে তো হয়েই গেল।

যদি না পারেন, তাহলে
আবার এখানে যানঃ http://www.facebook.com/hacked/
My Account is compromised এ ক্লিক করুন
নিচে বামদিকে ছোট করে একটা লিঙ্ক আছেঃ I can’t identify my account। এখানে ক্লিক করুন।
আপনার সকল তথ্য সাবমিট করুন। ফেইসবুক আপনার সাথে যোগাযোগ করবে ভেরিফিকেশনের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.