![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
**********
কতিপয় রমণী এলো গেলো, কাছে বসলো, তা দিলো
ভালোবাসলো,খেতে চাইলো, থাকতে চাইলো,
অন্ন দাও বস্ত্র দাও বাসস্থান দাও
বাঁচার অধিকার দাও,
সবাই কুঁরে কুঁরে খেলো আমাকে
আমাকে সর্বশ্রান্ত করে দিলো,
অবশেষে একসময় আমার অবাধ্য হলো,
প্রতিমা তুমি শুধু কিছু চাওনা
আমার অবাধ্য হও না
তুমি আমার শেষ সম্বল হয়ে থাকো
যদি বলি চুল !
তুমি মেঘবিন্যাস সুবাসমাখা অজস্র চুলের থোকা
মেলে ধরো,
যদি বলি চোখ!
তুমি বনোহরিণীর মতোন দুটিসাদাকালা মায়াবতী চোখে
আমাকে তাকাও
যদি বলি! স্তন
তুমি জ্যোৎস্নামাখা সুগোল সজিব কুচদ্বয়
মুখের পরে তুলে ধরো
বিনিময়ে তুমি পতিতার মতোন
কিংবা প্রেয়সীর মতোন কিছু চাওনা
প্রকৃতির অবাধ সার্বজনীনতায় তুমি আমার
একাত্মে মিশে থাকো
প্রতিমা,তুমি আমার প্রেম
আমার বেঁচে থাকার অবলম্বন
আমার শিল্পের প্রেরণা
আমার শাশ্বত শা্ন্তির আঁধার তুমি
5.01.2013
০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
অনুপম অনুষঙ্গ বলেছেন: আসলে তাই
২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর
০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
অনুপম অনুষঙ্গ বলেছেন: আপনী কি ঢাকায় থাকেন। একদিন দেখা হওয়া দরকার
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭
গেন্দু মিয়া বলেছেন: এত কঠিন কথার কবিতা বুঝিনা ভাই। সহজ করে লেখেন না কেনো ?
০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
অনুপম অনুষঙ্গ বলেছেন: শুনিছি শাফিক আফতাব নাকি আপনার বন্ধু। তো উনি লেখা ছেড়ে দিলেন কেনো।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২
অনুপম অনুষঙ্গ বলেছেন: আমার বন্ধু না। ব্লগের বন্ধু।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২
হারানো ওয়াছিম বলেছেন: সবার জীবনে এক জন প্রতিমা আসে, কেউ তাকে চিনতে পারে কেউ পারে না। যে পারে সে সুন্দর ভাবে বেঁচে থাকে আর যে পারে না সে শুধু বিলিয়ে যায় কিছু না বুঝেই, সুন্দর কবিতা।
০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
অনুপম অনুষঙ্গ বলেছেন: আপনা ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: জড় বস্তুকে ভালোবাসা ?
সেটাই ভালো ।