![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শীতের কনকনে ঠাণ্ডা রাত। রাতে ঘুমিয়েছিলাম অনেক আজেবাজে ভাবনা নিয়ে। ছোটবেলা থেকে কবিতা লিখি। কিন্ত কবিতা লিখে এখন নাম কুড়াতে পারিনি। যদিও এই কবিতা লেখার জন্য আমার এ্যাকাডেমিক লেখাপড়ার অনেক ক্ষতি ও বিঘ্ন হয়েছে। আমি আজ শপথ করে শুয়েছিলাম যে কাল থেকে আর কবিতা লিখবোনা। কিন্তু রাতে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরুজী আামাকে স্বপ্নে বলেন, কেন তুমি কবিতা লিখবেনা। কবিতা লিখে সহজে নাম করা যায় না। অনেকদিন সময় লাগে। আমার সাতে রেগে গেলাম। অতপর তিনি নিজ হাতে কুঠিবাড়িতে অামাকে েএককাপ চা খাওয়ালেন। আমি চাযে চুমুক দিতেই ঘুম ভেঙে গেলো। প্রিয় পাঠক এই স্বপ্নের কোনো অর্থ আছে কি ?
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
অনুপম অনুষঙ্গ বলেছেন: কেনো পাবনা থেকে কবে এসেছেন ? আর পাবনায় বাড়ি করেছেন নাকি ?
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
মাক্স বলেছেন: চিন্তার বিষয় কবি শাফিক আফতাব।
অনেক বিষয় বিবেচনা করে মত দিতে হপে,
লিকার কেমন ছিল, গাঢ় না হালকা?
গরুর দুধ ছিল নাকি ছাগদুগ্ধ?
সবচেয়ে বড় কথা রবিন্দ্রনাথ চায়ের মধ্যে অলটাইম পাটালিগুড় মেশাত। আপনারে কি দিছে চিনি নাকি গুড়?
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
চাণক্য হিম বলেছেন: হুহ! পাবনায় যেতে আর বেশি দেরি নাই।