![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
কতজন কত জায়গায় যায়,
ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে ব্যান্ড গায়
বানরের মতো নাচে,
কিংবা গাঁজার আসর বসিয়ে রূপকথাকাহিনির দেশে যায়
কিংবা মদের মদির মাতালতায় ছিনিয়ে আনে জান্নাতুল ফেরদৌস
কতজন কত জায়গায় যায়
রাজপথে ফুটপাতে ভ্রাম্যমান মাগিদের নিয়ে ইঁদুরেরর মতো লুকায় গর্তে
গ্যারেজে, অন্ধগলির খুঁপরিতে
আর কেউ পাচঁতারা হোটেলের লাল গালিচার কার্পেটময়
লাল নীল ডিম আলোর ভেতর নগ্ন নৃত্যের তালে তালে
মোহন নরম বাজনার গন্ধে স্পর্শে
পৃথিবীর নরম গহবরে পুঁতে দেয় পুলকের শিশির,
কেউ আবার পরকীয়া শয্যায় যায়
আপেল কমলা আর মাখনের মিষ্টির ঘটিবাটি নিয়ে
কিংবা কেন্দ্রিয় ব্যাংকের কচকচা নোটের বাণ্ডিলে।
কতজন টেন্ডার বাগায়,
কেউ বিদেশ পাঠানো কিংবা চাকরি কিংবা বদলীর কাজে
ভরিয়ে তুলছে, ব্লেজারের কিংবা পাঞ্জাবীর টোলা পকেট
কেউ ভুমিদস্যু আবার কেউ জলদস্যু
আর আবার নবীন ইস্যুতে কেউ উত্তপ্ত করছে দেশের মাঠ
কতজন আবার গুচ্ছ গুচ্ছ বাদমী চুলে আর দাঁড়িতে
কেউ আবার চিকচিকে চান্দু মাথায় গড়াচ্ছে দেশের সমাজ
আমার কোনো কাজ নেই
কোথাও যাইনা আমি
নির্জন কক্ষে সময় কাটাই
পালক ভাঙা রোগা পাখীর মতোন নীড়ে বসে থাকি
দেখি অরণ্যের অবাধ সৌন্দর্য
বেকার পড়ে থাকি কাজহীন উচ্ছিষ্ট বিকলাঙ্গ মানুষ এক
আদী অন্তহীন নিঃসাড় এক ভাষাহীন পদার্থের মতো।
১৫।০১।২০১৩
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ
২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
গেন্দু মিয়া বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
অনুপম অনুষঙ্গ বলেছেন: তাই ?
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
মাক্স বলেছেন: শাফিক আফতাব না??
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
অনুপম অনুষঙ্গ বলেছেন: কবিতাটা শিল্পসম্মত না ? আপনাকে ধন্যবাদ। শাফিক আফতাবকে মনে রেখেছেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: কতজন কত জায়গায় যায়,--
কবিতায় ভালো লাগা রইলো।