![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব
রাতের আঁধারে গোলডিম হতে বিচ্ছুরিত হয় ওম,
আপনাই তোমার গভীরে আমার অনুগমন :
চোখ বুজে বুলাই অজস্র পুলকের রেণু ঝুরঝুর,
নিথর আঁধারে বাতাসের শ্বাস যেন কতই মধুর।
এক আদিম শিল্পের কারুকাজে তুমি হয়ে ওঠে নান্দনিক,
আমার গহন মনে তখন ভেসে ওঠে এক দীর্ঘতম সৈকত ;
রঙিন হয়ে ওঠে থমথমে আঁধারের দশদিক :
পৃথিবীর নীলিমা ফুঁড়ে হাতের মুঠোয় পাই এক রঙিন জগত।
কাছে এলে মৃত্তিকার শরীর চুঁয়ে নির্মিত হয় এক অন্তগুঢ় প্রপাত,
ধীরে ক্রমশ পুথিবীর রেলপথে চলে আবহমান ট্রেন ;
মেঘেরা তখন ঘটায় এক পশলা বৃষ্টিপাত :
তুমি আমি আহলাদে হেঁটে চলি এক আদিম লেন।
পৃথিবীর এই পথে আলো জ্বলে শিখাহীন দীপ,
এতই সুন্দর আহা ! পৃথিবীর আকাশ নদী আর অন্তরীপ!
৩১.১.২০১৩
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২
সুফিয়া বলেছেন: ভালো লাগল। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সুন্দর কবিতায় ভাল লাগা দিয়ে গেলাম। লেখককে শুভকামনা।