![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
# শাফিক আফতাব #
সত্য, তুমি আমার শান্তি,
তুমি অমাময় নিশিথে বেঁচে থাকার একমাত্র অবলম্বন,
তুমি অথই সমুদ্রের পাল,
তোমার পালকে ভর করে আমি মহাসমুদ্র পাড়ি দিলাম ;
তোমার পৃষ্ঠে ভর করে আমি নিমিষেই মহাশূন্য ঘুরে এলাম ;
সত্য, তোমাকে ভালোবেসেই আমি পেয়েছি অগাধ ভালোবাসার পল্লবিত বৃক্ষ,
তাই তুমি কি বঞ্চনা করোনি।
সত্য আমি যেদিন উপোস থাকি,
তোমার কোলে মাথা রাখলে আমার ক্ষুধা পালায়,
তোমার কোলে ভর করলেই আমি ঋদ্ধ হই ;
আমি এক নিঃসঙ্গ পথিক ; একাই পৃথিবীর তাবৎ শ্বাপদসঙ্কুল পথ
পেরিয়ে আসি তুমি কাছে থাকো বলে।
মিথ্যে, আমাকে কামুক বানাতে চেয়েছিল,
আমাকে বিলাস দিতে চেয়েছিলো,
বেগানা রূপসী নারীর দেহ দিতে চেয়েছিলো ;
নীল, নীল আলোভরা এক মদির মন্দির দিতে চেয়েছিলো ;
মিথ্যে আমাকে তার বিশাল সাম্রাজ্যের রাজা বানাতে চেয়েছিলো।
রাজা হয়নি,
ফলত আমার নুন আনতে পান্তা ফুরায়
আমি উপবাসে দিন কাটাই
তবু সত্যের ফুটফুটে শাশ্বত শিশুট যখন কোলে আসে
তখন কোনো অভাব থাকেনা আমার
আমি বিশাল সাম্রাজ্যের রাজা হই
প্রজাহীন রাজার আসনে আমার দিনগুলো শান্তিতে কাটে।
৪.০২.২০১৩
©somewhere in net ltd.