![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
...শাফিক আফতাব...
ভালোবাসতে ভয় হয় !
কেনোনা এখন ভালোবাসায় ভেজাল থাকে,
প্রতারক গোয়ালিনীর জল দেয়া দুধের মতোন ক্রেতাকে ঠকানোর ফাঁকি থাকে ;
ইদানিং ভালোবাসতে ভয় হয়,
কেনোনা মানুষ কেনো জানি চতুর প্রতারক ;
সর্বত্র তারা অভিনয় ;
এমনকি জন্মদাতার পিতার কাছে।
ভালোবাসা যেন আজ সিটিবাসে ঈষৎ পরিচয়ে পাওয়া কিছু শব্দগুঞ্জন,
কিংবা উত্তেজনার বশে কাউকে বশ করা,
অথবা উচ্ছৃঙ্খলতার বশে নারী পুরুষের কামুক ভাবনার প্রতিফলন।
ভালোবাসা আজ ফ্যাশন।
অতিআধুনিকতার খোলসে ভরে থাকা কিছু লাম্পট্যের আচরণ ;
ভালোবাসা আজ দামী শার্ট, প্যান্ট ;
বিদেশি পারফিউম, আর
খোলা আকাশের নীচে কার্তিকের কুকুরের মতোন কিছু লগ্ন ক্রিয়াকলাপ ;
ভালোবাসা আজ বিদেশী মদের মতোন চড়া দামে বিক্রি হয় পাঁচতারা হোটেলে।
ভালোবাসতে তাই আজ বড় ভয়,
কেনোনা ভালোবাসায় ভেতর আজ বিস্ফোরক থাকে ;
কখন আবার বিস্ফোরিত হয়ে ছারখার করে দেয় সাজানো জীবন ;
ফলত ভালোবাসার সাধ উঁবে গেছে ;
কেনোনা ভালোবাসতে বাসতে তো ফতুর হয়ে গেছি,
ভেজাল ভালোবাসার ব্যবসায় প্রভূত লোকসান গুনছি আজ।
কেউ আজ ভালোবাসতে চাইলে আমি ফ্যাল ফ্যাল থাকিয়ে থাকি ;
কিছু বলিনা :
কেনোনা ভালোবাসার কোনো কথা আমার ভেতর আর নেই।
০৯.০২.২০১৩
©somewhere in net ltd.