![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
# শাফিক আফতাব --------
ভালোবাসতে ভয় হয়!
কেনোনা যদি ভালোবাসার ভাণ্ডার খালি করে থাকো।
বিদ্যা দান দানে বাড়ে।
ভালোবাসা দানে ভালোবাসা বাড়ে কি ?
জানিনা এই অতিআধুনিক যুগে এই তুমি, উদার তোমার মন ;
জাতি-র্ধম-বর্ণ নির্বিশেষ তোমার হৃদয়,
সার্বজনীন তোমার অন্তর্মহল।
তুমি দান করোনি তো ?
বিদ্যা দানের মতোন তোমার গহীন গোপণ ভালোবাসা ?
যদি করো থাকো,
তাহলে আমার জন্য তা কাল হবে,
কেনোনা আমি তো তোমার মত সার্বজনীন নই,
আমি হিংসুটে এক জীব,
যে কিনা মানুষকে ভালোবাসতে জানেনা।
মানুষকে কাছে ডাকতে জানে না
নাগরিকা, তোমার মতো ভালোবাসা আমি কাউকে বাসতে পারিনা,
আমি এখনো সেকেলের কোলে বসে আছি।
তোমাকে ভালোবাসা বিলাতে দেখলে আমার বড় কষ্ট হয়,
আমি হিংসায় মরে যাই,
আমি ক্ষোভে ফুঁসে উঠি,
তুমিই বলো এই ক্ষোভে ফুঁসে ওঠা কি ঠিক ?
তুমি তোমার ভালোবাসা দান করবে,
আর আমি অহেতুক ঘৃণায় হিংসায় আর ক্ষোভে মরে যাই।
আমাকে আধুনিক বানায় তুমি, নাগরিকা।
কুকুরের মতো তুমি আমাকে মৌসুমী সঙ্গম শেখায় !!
১০.০২.২০১৩
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
শূন্য পথিক বলেছেন: ++