![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
.............শাফিক আফতাব .............
তোমাদের শাহবাগের গণজাগরণ মঞ্চের মতোন আমরা সেই
একাত্তর থেকে এই বধ্যভুমিতে সমবেত
আমাদের চোখে ঘুম নেই
আমাদের ক্লান্তি নেই
আমরা অবিশ্রান্ত হেঁটে চলি, পাখাহীন পাখনায় উড়ে চলি
বাংলার শহর বন্দর নগর আর জনপদ
আমরা প্রতিটি উত্তরাধিকারে দরজায় টোকা দেই প্রতিরাত
চেতনায় উজ্জীবিত করতে রক্তস্রোতে ছিঁেট দেই উত্তেজনার হিমোগ্লোবিন
তারপর একসময় সমবেত হই,
আমরা নিজেই মাথার খুলি বক্ষপিঞ্জর, স্ক্যাপুলা, রেডিয়াস, হাতের কার্পাল আর
ফিমারগুলো জোড়া লাগিয়ে আবার হয়ে উঠি সতেজ সজীব
বলিষ্ঠ এক এক জন মুক্তিযোদ্ধা,
আমরা কখনো জ্বীনপরি হই, কখনো পিতামাতা সন্তান
কখনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
আবার কখনো নিঃস্ব শ্রমিক, মেধাবী ছাত্র কখনোবা
ধর্ষিতা মা আর বোন বা প্রেমিকা হয়ে তোমার ঘুমের দেশে
স্বপ্ন হয়ে ঘুরেফিরি। বৃক্ষের ওপর দিয়ে উড়ে উড়ে চলি।
আমাদের মৃত্যু নেই
আমরা মরবো না কোনদিন
যা একবারই মরেছি
আমরা যুগে যুগে কালেকালে চেতনার ফড়িং হয়ে তোমার ক্ষেতে উড়ে উড়ে
বোধে দেবো সংগ্রামের তাজা রক্ত , প্রতিবাদের ভাষা
আর অজস্র শ্লোগাণের প্লেকাড, পোষ্টার :
বোকা সন্তান আমাদের, তা না হলে আজকের শাহবাগ মঞ্চ কী এত উত্তপ্ত হতো ?
১৩.০২.২০১৩
©somewhere in net ltd.