![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
----------শাফিক আফতাব-----------
আমার দুঃখের কাহিনী শুনবে, এসো, শোনো ;
তারাভরা রাতের গল্প। রাত্রিটি বৈশাখের ধবল জোছনার রাত ;
আমি তিন বছরের শিশুটি ; মায়ের স্তন্য পান করি। বুঝিনা বুঝিনা ;
পেটপুরে খেতে পারলেই আমার আর কিছুই লাগেনা।
হঠাৎ রাতে মা আমার চিৎকার দিয়ে উঠলেন, তার কথা বন্ধ হয়ে গেলো ;
তাঁর মুখ দিয়ে পাগল মানুষের ফেনা বেরুতে লাগলো।
আমি মায়ের বুকের দুধের জন্য সাড়া হলাম। সেদিন হঠাৎ চোখের পাতায়
কোথা থেকে ঘুম এসেছিলো জানিনা। সকালে উঠে দেখি মা আমার নিথর পড়েন
আছেন। তাঁকে সাদা শাড়িতে মুড়িয়ে আমাদের আঙিনায় বানানো একটি ঘরে রাখা হলো ;
আমাকে বলা হলো ওখান থেকে মা আমার জন্য লজেন্স নিয়ে আসবেন;
অথচ মা আমার সেই যে গেছেন,
আজও লজেন্স নিয়ে আসেননি।
মা’র মুখ মনে নেই
এই শহরের অজস্র নারীর মুখে আমার মায়ের মুখ খুঁিজ !
ঠাওর করতে পারিনা।
তাই আজ প্রতিটি নারীকে আমার মা মনে হয়।
স্তন্যদানমায়ের করুণাময় মুখ মনে হয়।
২০.০২.২০১৩
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
খেয়া ঘাট বলেছেন: চোখে পানি এসে গেলো ভাই।