![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
======= শাফিক আফতাব =============
আমার এই নির্লিপ্ততায় তোমার গা জ্বলে যাচ্ছে,
জানি আমি ;
জানি আমার দুর্বলতা কোথায় ?
এই দায়হীন পথ চলা, নির্জনবাস, সমাজ থেকে সংশ্রবহীন জীবন ;
তার উৎস ঘেটে আমি বায়বীয় এক খনিজ সম্পদ উত্তোলন করেছি ;
বন্ধুরা কেউ বলে : আস্ত একটা অমানুষ, আবার কেউ ভুলে গেছে ;
কেউ আবার আছ্ছাতরে গালি বসায় আমার ডাকনামের পর ;
আমার পরাজিত জীবনের খবর শুনে কেউ দরগায় সিন্নি দেয় ;
কেউ আবার তরুণ মুন্সিকে ডেকে মরণের আগেই কোরাণ খতম করায়।
এসব জানি আমি,
আগে থেকেই জানতাম ;
জেনেই স্বভূমি থেকে আমার এই নিবার্সন ;
আমার এই নির্লিপ্ততা ;
আমার দায়হীন-সংশ্রবহীন জীবন :
তবু ভালোবাসা বলে কথা !
আমার প্রিয়তম হৃদয়ের অমূল্য হীরকের খণ্ড তুমি,
তোমাকে কী করে ভুলি !
তবু তোমার কথা মনে হয়,
ভুলে ডায়াল কল টিপি ;
যদি একবারের জন্য রিং হয়,
ইউজার বিজি পেলে তো কথাই নেই,
আরেক দায় থেকে বাঁচা গেলো ;
আমাকে ক্ষমা করো হে হৃদয়ের সুন্দরতম ডালিয়াফুলপরী !
আমার এই নির্লিপ্ততা তুমি ক্ষমা করো !
একদিন যে ভালোবাসা তুমি দিয়েছিলো তা ফিরিয়ে নাও,
কেনো না তোমার শাশ্বত সুন্দর ভালোবাসা যোগ্য আমি নই
আমি এই দেশ আর সমাজের যাঁতাকলে পড়া হেরে যাওয়া এক পরাজিত সেনা।
২১.০২.২০১৩
©somewhere in net ltd.