![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
প্রতিদিন কত ভাবনার ভিতর দিয়ে এগুতে হয় আমাদের ;
খাদ্য, বস্ত্র, বাসস্থানের ভাবনা ;
সম্ভ্রমহানীর ভাবনা,
দখলীয় জমি উপদ্রুত হওয়ার ভারনা,
রাতের আাঁধারে চুরি ডাকাতির ভাবনা,
সর্বোপরি দুর্নীতির করাল থাবার আক্রমণের ভাবনা ;
তবু আমরা প্রতিদিন এই দেশকে শিলিত আর মার্জিত করে তুলছি ;
পূর্বপুরুষের চেতনা গেঁথে দিচ্ছি প্রজন্মের বোধের ভেতর ;
ঐতিহ্যের ঝরঝরে অরগুলো দিয়ে বর্ণমালা বানিয়ে অত্যাধুনিক করে তুলছি জাতীয় জাদুঘর,
অথচ দুর্নীতির বিরুদ্ধে উজ্জীবিত করতে পারছিনা ;
দেশের মানুষকে, মানুষের ঈশ্বরকে।
আমরা আজ উপদেশ দানে পটু হয়ে উঠেছি ;
সমাজ গড়াবার জন্য মাউথপিছ গরম করে তুলছি ;
কিংবা পত্রিকার পাতা ঘিরে দিচ্ছি দীর্ঘ প্রতিবেদন ;
অথবা টিভির পর্দায় প্রাঞ্জল আর সাবলীল সংলাপে আসর মজিয়ে তুলছি।
আমাদের ভাবনার শেষ নাই
এখন শুধু বাঁচার ভাবনা বড় তাড়া করে
২৩.০২.২০১৩
©somewhere in net ltd.