![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
= শাফিক আফতাব -------------------
তুমি ক্রাচে করে অপারেশন থিয়েটারে ঢুকলে
ভাবলাম, তুমি আমার নাম জপ করছো ;
কেনোনা তোমার পেটে আমার সন্তান।
ডাক্তার বললেন, তুমি মা মা, বাবা বাবা করছো
অথচ তুমি আমাকে কত ভালোবাসতে
ভালোবেসে আমার সন্তান পেটে ধরেছো,
অথচ তোমার মুখে আমার নাম নেই
তোমার সাথে আমার সর্ম্পক ভালোবাসার ;
রক্তের নয়,
ভালোবাসা থাকে হৃদয়ে
সময়ের তোড়ে রঙ বদলায়,
রক্ত সে তো চির ধাবমান এক অন্তগুঢ় চেতনা ;
অবচেতনে মানুষকে কাঁদায়, হাসায় ;
কখনোবা ঋদ্ধ করে।
মনে হলো তোমার সাথে আমার সম্পর্ক ভালোবাসার ;
যা আপেক্ষিক ;
সময়ের প্রবাহনে যার রঙ বদল হয় ;
সম্বিত ফিরে এলে বুঝলাম : ভালোবাসা নামক যে বায়বীয় বস্তুুর জন্য
আমরা প্রাণ দিই,
তা আসলে সময়ের দাবি
তোমার পেটে আমার সন্তান লালন হয় বলে
আমি তোমাকে ভালোবাসি ;
আর তুমিও বুকে এলিয়ে পড়ো ভালোবাসার সজিব ডালপালায়
প্রাণ দিতে চাও, মরতে চাও, আত্মহত্যা করতে চাও
আমিও তোমার মতোনই চাই।
২২.০২.২০১৩
©somewhere in net ltd.