![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
= শাফিক আফতাব =============
রাত্রি গড়ায়,
ঢুলু ঢুলু ঘুমে নুয়ে পড়ে রাতের শহর
কর্মক্লান্ত রাজপথ হাঁফ সেরে বাঁচে এই অবকাশে।
জেগে থাকে বিলবোর্ড, পোস্টার, ফুটপাত আর পশারিণী ;
ফুটপাতের ঝাপসা আলোর খুপরীতে কেউ আঁস্তানা বাঁধে ;
কেউ লাল মখমখে ফুলতলা বিছানায় গড়ায় ঝিনুকের প্রদাহের মুক্তা ছড়াতে ;
কেউ আবার দোতরা বাজায়,
ইঁদুরের মতো ঢুকে পড়ে অপরের ভরাধানক্ষেতে ;
আমি শুধু ঢুলুঢুলু চোখে স্মৃতির শব্দ চাবাই
চোখের পাতায় শিশিরের শব্দ জমে জমে নিঃশব্দে গড়ায় কপোলের ঢালু বেয়ে
রাত্রি গড়ায়
আমার চোখের পর থেকে ঘুম হয়
আত্ম দংশনে ক্রমশ বিষাক্ত হয়ে ওঠে আমার শরীর
আমি নিজেই দেওয়ানী মামলার আসামী হয়ে আত্ম সমর্পণ করি আপন আদালতে
অথচ অন্যরা জেগে আছে শুধু মুক্তা ছড়াতে।
২২.০২.২০১৩
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩
অনুপম অনুষঙ্গ বলেছেন: ###
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
মশামামা বলেছেন: আমি শুধু ঢুলুঢুলু চোখে স্মৃতির শব্দ চাবাই
চোখের পাতায় শিশিরের শব্দ জমে জমে নিঃশব্দে গড়ায় কপোলের ঢালু বেয়ে
রাত্রি গড়ায়
আমার চোখের পর থেকে ঘুম হয়
আত্ম দংশনে ক্রমশ বিষাক্ত হয়ে ওঠে আমার শরীর
আমি নিজেই দেওয়ানী মামলার আসামী হয়ে আত্ম সমর্পণ করি আপন আদালতে
অথচ অন্যরা জেগে আছে শুধু মুক্তা ছড়াতে। - অসাধারণ।