![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
এইরাতে আমার মতো তুমিও জেগে আছো
গড়াগড়ি খাও, বালিশ চাপো
অন্তর্গত দহনে বাথরুমে যাও, কিংবা বেলকুনিতে খাও দখিণাবাতাস
আমার মতোন তোমারও স্পর্শকাতরস্থানসমূহ সংগোপণে উত্তপ্ত হয়
কিংবা সহসা ডেকে ওঠে
সকালবেলা খুপরী থেকে বের হওয়া পুরুষ হাঁসের মতোন আমি যেমন গুলি ফোটাতে চাই
তুমিও বকের কারের মতোন উন্মুখ হয়ে দ্বার খুলে বসে থাকো
তুমিও ক্লান্তক্লান্ত হও
সারারাত জেগে জেগে ভোররাতে ঘুমাও।
তুমি কথা দিয়েছিলে বলে আমিও দিয়েছিলাম
ভালোবেসেছিলে বলে আমিও বেসেছিলাম
সেই কথাগুলো আর ভালোবাসা গুলো কেনো তুমি আস্তাঁকুঁড়ে ছুঁড়ে মারলে ?
তুমি কি জানতে না ? তোমার হৃদয় থেকে উৎসারিত হয়েছিলো আমার ভালোবাসা ?
একদিন তুমি আমার ভালোবাসাগুলো কাঁচামালের দামে বিক্রি করতে গেলে আড়তে
সেই থেকে তোমার আমার বিচ্ছেদ হলো
অথচ দেখো বিনাতারে দুটি হৃদয়ের অনিবার্য সর্ম্পক এখনো টিকে আছে
টিকে থাকে
থাকবে, অনুভূতিপ্রবণ মন এক সময় সবকিছু ভুলে গিয়ে পুরোনো ভালোবাসাকেই
আলিঙ্গন করে।
২২.০২.২০১৩
©somewhere in net ltd.