![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
= শাফিক আফতাব...................
গণজাগরণে উত্তপ্ত দেশ
যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে সোচ্চার দেশের মানুষ
তরুণ সমাজ
প্রতিদিন পত্রিকার পাতা ঘিরে টিভির পর্দার ফুলস্কিনে আসে
গাদা গাদা সংবাদ :
আমার সেদিকে ভ্রুক্ষেপ নেই
আমি শুধু আপন বেদনায় পুড়ে মরি
আমার পেটে ক্ষুধা
আমার অন্ন বস্ত্র আর বাসস্থানের অভাব
আমি একাত্তরের মতোন রণাঙ্গনে যেতে চাই
পারিনা
কেনো না আমার একমাত্র পুরুষপোলার বাবা আমি
স্ত্রীর কলিজার টুকরো
আমিহীন তারা আস্তাঁকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
আমি সংগ্রামে যেতে পারিনা
আমার পেটে ক্ষুধা
আমি মেধাহীন বলহীন দীর্ঘপুরুষাঙ্গের এক স্থূল পুরুষ।
তাহলে কি একাত্তরের মতোন নরঘাতক, ধর্ষকের প্রতিনিধি
এখনো আছে এই দেশে ?
আমার হাতে বল নেই
আছে চেতনায় উজ্জীবনের ভাষা
আমার অর্থ নেই
আছে পথনির্দেনার মন্ত্র
আমি অস্ত্র ধরতে পারিনা
অস্ত্র বানাতে সাহায্য করতে পারি
হে আমার প্রিয়তম দেশের মানুষ
আমাকে ক্ষমা করুণ
আমি সম্মূখ সমরে অপারগ,
মানুষ গড়ার কারিগর আমি
চেতনায় উজ্জীবনের কাজটি ছাড়া আমাকে দিয়ে
তোমরা কিছুই আশা করতে পারোনা,
এই চেতনা সঞ্চারের কাজটি আমাকে দাও
দেখবেন,
সত্যি একদিন আমাদের প্রিয় স্বদেশ পবিত্রতম এক দেশ হয়ে গেছে।
২৩.০২.২০১৩
©somewhere in net ltd.