![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
= শাফিক আফতাব --------
ভেজা শাড়ির নীচে খলবল করে কুমড়োর ফুল,
তাই দেখে মনে আসে কামনার বান ;
সাকার্সের স্টেজে নেচে যায় হরেক রঙের পুতুল,
সাবলীল আর প্রাঞ্জল হয় ুধিত প্রাণ।
তুমি কাছে এলে মনের গহীনে ফোটে গুচ্ছগোলাপ,
ঘ্রাণে মদির করে তোলে নাগরিক জীবনের লগন ;
অমরার থেকে আসে মধুর সংলাপ,
ক্রমাগত আসে মনের গহীন তোমারী অনুরণন।
খোলা বিন্যাসচুলে কাজলকালো চোখে হয়ে ওঠো নান্দনিক
সুঠাম দেহের গঠনে মনে হয় করি নিবিড় কারুকাজ,
জ্ঞানহীন তাকাই আমি দিগি¦দিক ;
কোথাও যেন পালাই ছেড়ে এই দেশ আর সমাজ।
খলবল বুকে খেলে যায় আজব যাদুর গুঁটি ;
তোমাকে পেলেই আমার অনাদী অনন্ত ছুটি।
নারায়ণগঞ্জ,
২৪.০২.২০১৩
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
অনুপম অনুষঙ্গ বলেছেন: !!
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
মাক্স বলেছেন: বাহ!