![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
= শাফিক আফতাব----------
এতগুলো লোকের ভীড়ে তবু কেনো যেন একা হতে থাকি ;
ভেতরে কী যেন অন্তগুঢ় অনুরণন খাবলে খায় আমার গহন মন !
উড়ে যেতে চায় নির্লিপ্তে আমার চঞ্চল নিঃসঙ্গ পাখি ;
অস্থির চলে সময়ের প্রতিটি অনুক্ষণ।
বাঁচার সাধ ক্রমশ ফিকে হয়ে আসে বিবর্ণ ঝরাপাতাদের মতো ;
স্বপ্নের পালেকরা কবেই ঝরে গেছে বৈশাখি ঝড়ো হাওয়ায় ;
ভূকল্পনের মতোন কাঁপন আসে এই বিক্ষত প্রাণে অরিবত,
মনে হয় ভুল ছিলো অজস্র ! আমার জীবনের চাওয়ায়।
কষ্ট, দুঃখ, যন্ত্রণা আর না পাওয়ার যাঁতাকলে এই জীবন দুর্বিষহ ;
অঙ্কুরে যেন বিনষ্ট হলো সাধের জীবন ;
কী যাতনায় কেটে কালের প্রতিটি প্রত্যেহ ;
মনে হয় কখন আসিবে শান্তস্নিগ্ধ চিরনিদ্রার সেই কাক্সিক্ষত মরণ।
তবু আমি বেঁচে থাকি প্রাণহীন প্রাণে ;
হাওয়ায় উড়ছি আমি, অশ্র“হীন বাণে।
২৬.০২.২০১৩
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
অনুপম অনুষঙ্গ বলেছেন: @@@
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
অনীনদিতা বলেছেন: তবু আমি বেঁচে থাকি প্রাণহীন প্রাণে ;
+