![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
=== শাফিক আফতাব ==========
তোমার মুখ চুমে এক দীর্ঘ নীলঘুমে হব একাকার।
তোমার গায়ের ঘ্রাণে, সুবাসে ফোটাবো গুচ্ছগোলাপ ;
ঘুটঘুটে অন্ধকার অথচ মিটিমিটি প্রজ্বলতা অজস্র তারার,
প্রকৃতি পাগল হবে ; শুনে আমাদের প্রলাপ।
কাছে এলে আপনা নিঃসরিত হয় রক্তের রসধারা।
কী মোহন মদনে মন্থনে মদির হয় মনের গহন!
নির্লিপ্ত পথে কেমন মৃদস্বরে ধাবমান নির্জন ঝর্ণাধারা,
কী যে ভালো লাগে প্রেয়সী আমার তোমাকে রমণ!
রাত্রি গড়ায় অদৃশ্যলোকে আর ঋদ্ধ হই নির্জন নিশীথে।
ক্রমশ ফুলের মতো ফুটে ওঠো ও আমার পুষ্পমানবী ;
কেমন পেলব, সুন্দর আর মনোময় তুমি আজ রাতে,
কত সুরা সুধা পাই, অনুক্ষণে গলে যাই তোমাতে দ্রবি।
তুমি আমি, আমি তুমি আর আজকের সঞ্চালক রাত,
নীলঘুমে রাত ভোর হলো আজ ভীষণ অকস্মাৎ।
০১.০৩.২০১৩
©somewhere in net ltd.