![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
একদিন, চৈত্রের দুপুরে ;
জেসিকা, একদিন তুমি ঘাঘটের জলদের থামিয়ে দিয়েছিলো ;
তোমার কী যে অসহন অস্থিরতা !
সিটিবাস আসতে লেট আর তুমি লঙ্কাকাণ্ড ঘটালে !
সেদিন চৈত্রের ঘামগুলো সুইচগেট বেয়ে বেয়ে পড়ছিলো ;
আর তুমি আগুণের মতো লাল হয়ে উঠেছিলে।
এতটুকু বিলম্ব সইতো তো তোমার ;
অথচ আজ দেখো কী দিব্যি বেঁচে আছো তুমি,
ঘরগিরস্তি কী নিপূণ চলছে,
সকালর উষ্ণজল তোমার অপেক্ষায় থাকে,
রাতের ফুলবতী বিছানা তোমাকে নিমন্তণ জানায় ;
তুমি প্রতিদিন পুলকের পাহাড়ে আরোহন করো :
তোমার ভূগর্ভস্থ খনিজ সম্পদের ভাণ্ডারে পুলক আর ভালোবাসা ;
পুঁজিবাদী পতির হস্তকঠিন স্পর্শে জীবনের প্রতিদিন তোমার হাওয়ায় দোলে।
আমারও দিন কাটে,
তোমার এই শহরেই, আমার বসন্তদিন শ্রাবণের মেঘবতী আকাশ
দুর্যোগ, ময়লামলিন দেহের আস্তরণে শ্যাওলার ভীড়,
একা, নিঃসঙ্গ আর বিক্ষত ভাবনার আর্তশব্দাবলি নেয়ে বেঁচে আছি।
৪.০৩.২০১৩
©somewhere in net ltd.