![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
........... শাফিক আফতাব .............
একদিন, দিন বদলাবে ;
এই জট, জীর্ণতা আর দুঃসংবাদ থাকবেনা ;
নড়বড়ে ঘরের পই, মরচে ধরা ঘরের চালা,
আর স্যঁতস্যঁতে উঠোনে একদিন আলো আসবে ;
এই তুমি, এখন ; দাঁত কেলিয়ে হাসো ;
বিদ্রুপ আর উপদ্রবে অতিষ্ঠ করে তুলছো স্বাভাবিক জীবন,
জমির আ’ল আর দাগ খতিয়ানে লেগে দিয়েছো প্যাঁচ,
সুদ আর ঘুষের কারবারে কুবের হয়ে উঠছো তুমি,
একদিন আমরাও বুক ফুলে মাথা উঁচু করে দাঁড়াবো।
এই কঙ্কালসার শরীর জন্মাবে বলিষ্ঠ প্রতিবাদ,
একদিন আমরাও দুধভাত খাবো ;
বিরাণীর গন্ধে ম ম করবো আমাদের বাড়ির চারিদিক ;
কংক্রিটের ভিতে একদিন আমরাও নির্মাণ করবো আবাসন।
একদিন তোমরা পা-চাটা কুত্তা হবে আমাদের বাড়ির ;
কেনোনা আমরা জানি মিথ্যা কোনদিন প্রতিষ্ঠিত হয়না ;
মিথ্যে সে পলের আগুণ, নয়তো বালির বাঁধ ;
তার ধ্বংস অনিবার্য।
একদিন, দিন আসবে আমাদের, ফুর ফুরে আলোঘন দিন
সেদিন তোমরা অন্ধচোখে সত্য হাতড়ে হাতড়ে সাড়া ;
অথচ সেদিন সত্য তোমাদের হাতে ধরা দেবেনা।
সেদিন তোমাদের বন্ধু হবে কিছু লিকেলিকে কালো মাছি
তারা ভনভন গান শোনাবে বিনা টিকিটে তোমাদের ;
তোমাদের রক্তপুঁজে চুষে গাবে সেই সুখের পুলক।
০৪.০৩.২০১৩
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
অনুপম অনুষঙ্গ বলেছেন: thanks bhai
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩১
মাক্স বলেছেন: এইটাত সুন্দর হইসে!!