![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
----- শাফিক আফতাব-------
পূর্ণপ্রদাহে ঝিনুকের মতো ফুটলে, মেলে দিলে হৃদয় ;
অমনি শিমুলের শাখা লালে লাল হতে হতে হলো অগ্নিবৃক্ষ,
সব দিতে দিতে দিয়ে দিলে তোমার সমুদয় ;
বলাকারা উড়তে উড়তে ভরিয়ে ফেললো শূন্য অন্তরীক্ষ।
অতিদূর পথহাঁটা পথিকের তেষ্টায় তুমি যেন একগ্লাস শরবত ;
কিংবা মা হারা শিশুর কাছে বড় বয়সে পাওয়া এক আদিম শুশ্র“ষা,
বসন্তের প্রান্তরে বেজে উঠলো মধুস্বর নহবত ;
পুলকেরা পাঁপড়িতে ছেঁয়ে গেলো আমাদের ভালোবাসা।
মনে হয়, কতদিন খাই না ; এই রাজবাড়ির রাজভোগ ;
মনে হয়, হয়েছে, এই মন ; চৈত্রের খাঁ খাঁ আর ধুঁ ধুঁ মাঠ
তুমি এসেই অনুপমা, মিলিয়ে দিলে হিসেবের যোগ ;
আর অমনি খুলে গেলো, হরতালে বন্ধ ; মনের কপাট।
এই বসন্তে, পূর্ণপ্রদাহে ; ফুটলে তুমি ; আমি বাউলগায়ক,
তেমার জন্য, আমার এই বসন্ত-বন্দনা, শুভ হোক,শুভ হোক।
০৬.০৩.২০১৩
©somewhere in net ltd.