![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
# শাফিক আফতাব---------
উত্তাপে ক্রমশ খোলস ভাঙছে আবহমান ডিমের ;
কী সুন্দর ফুটফুটে ছানা পালক মেলছে কোমলকঠিন !
পৃথিবীর নরম আলোর ছোঁয়ায় বৃত্তি ফুটছে সুন্দরের ;
বন্দুক যুদ্ধে প্রকৃতি হয়ে উঠছে নীল-লাল-সবুজ রঙিন।
বসন্ত এলে, হৃদয়ে বাসা বাঁধে যেন শীতের অতিথি পাখি,
আবেশে সর্বদা অবশ করে, কারে যেন করে দেয় মনে ;
ভীত সন্ত্রস্ততা আসে, আসে চৈত্রের দহন, আর কালবৈশাখী,
তোমার সাথে তবু কত মিল আর বিন্যাস সুরে-গানে-রণে।
কাছে থাকো, তবু খালি খালি লাগে, মনে হয়, আরেকজন কে
যেন এসে ঋদ্ধ করে দেবে সারা বছরের ক্লান্তি আর অবসাদ,
কল্পনায়, স্মৃতিতে ; প্রীতিতে আর আলোছায়ায় তাকে দেখে
দিন যায়, তবু ভালোবাসা আসেনা, এই জীবনে ; অথই অগাধ।
উত্তাপে শুধু ডিম ফোটে, প্রজননে হতে থাকি এক উৎপাদক ;
কত অপেক্ষা, হে বসন্ত ; তোমার জন্য, তবু খোলোনা মোড়ক।
০৬.০৩.২০১৩
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯
অনুপম অনুষঙ্গ বলেছেন: #
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৬
মুহাম্মাদ মেহেদী বলেছেন: দারুণ!