নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

অনুপম অনুষঙ্গ

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা

অনুপম অনুষঙ্গ › বিস্তারিত পোস্টঃ

এই রাজপথে, মানবসেবার শিশুটি জন্মালো না

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫

-------- শাফিক আফতাব-----------



রাজপথ আবার উত্তাল হয়ে উঠছে ;

সর্বত্র আতঙ্ক, ভাংচুর, আগুণ আর পাখি শিকারের মতো

মানুষের প্রাণবধ।



জেসিকা আবার ভালোবাসার বায়না ধরেছে,

এই যে বলছি দেশের অবস্থা ভালো না,

ভালোবাসা কিছুদিন বন্ধ থাক,

কিংবা হরতাল বা ধর্মঘটে চলুক কিছুদিন,

‘ও’ ভালোবাসবেই, কাছে ডাকবেই ;

এদেশে এখন কোনো কিছুরই নিরাপত্তা নেই,

রাত্রে শুয়ে থাকবেন, দেখবেন ; আপনার শয়নকক্ষে আগুণ লেগেছে।

গাড়ীতে অফিসে যাবেন ;

দেখবেন কোথা থেকে চোরাগোপ্তা হামলায় বোম ফুটছে কিংবা ককটেল ;

কিংবা বন্দুকে নল দিয়ে বেরিয়ে আসছে অতর্কিত গুলি :





অথচ আমাদের দেশের বাজনৈতিক দলগুলোর

মানবসেবাই তাদের শ্লোগাণ,

সেই রাজনীতি আজ জনদুর্ভোগের অপর নাম ; পরস্পর আক্রোশে আবির্ভূত।



জেসিকা পেখম মেলছে ;

এই বসন্তে নাকি সে যাবেই পৃথিবীর নির্জন দ্বীপের দেশ,

সেখান থেকে তুলে আনবে একটি মানবশিশুর ভ্রুণ,

তাকে নাকি দেবে এই দেশের ভার, মানবসেবার গুরুদায়িত্ব।



আমি বলি কি, তোমার সন্তানটিও সুবিধাবাদী হবে,

তারচে বরং আমরা বন্ধ্যা থেকে যাই ;

কেনো না উত্তরাধিকারের জন্য নিরাপদ আবাসন আমরা কোথায় পাবো

এই যে জ্বালাও পোড়া, বধ করো.............র রাজনীতি।

এভাবে আর কতদিন?



জেসিকাকে বললাম :

উত্তাল রাজপথে তোমার সাথে আর দেখা হবেনা কোনোদিন আমার ;

কেনো না তুমি সন্তান জন্মাতে চাও, ঘর বানাতে চাও

যা সহিংসতায় পুড়ে ছারখার হয়



জেসিকার সাথে আমার বিচ্ছেদ হলো, সাধের মধুরমিলনের ঘটনাটি আর

সংঘটিত হলোনা

মানবসেবার শিশুটিও জন্মালো না ...............

০৬.০৩.২০১৩

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

তুহিন আল মামুন বলেছেন: প্রতিবাদ
বিদ্র:ঃ এই লেখার জন্য সামহোয়ারইন ব্লগ এ আমার অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে । ১৪ দিন স্থগিত থাকার কথা থাকলেও্ এখনো খুলে নি ।

থাবা বাবার মৃত্যুতে আমি ব্যাক্তিগত ভাবে শোকাহত । তার এই অকাল মৃত্যু কোন ভাবেই কাম্য নয় । আমি কিছু ক্ষণ আগে থাবা বাবা এর পেইজ ওপেন করেছিলাম । এবং সেখানে তার একটি পোস্টে কমেন্টস করতে চাইলাম কিন্তু পারলাম না, আমার কমেন্ট লেখার জন্য যতটুকু সময় লেগেছে এর মধ্যেই তার সেই পোস্টটি ডিলিট করা হয়েছে । আমাকে কমেন্টসও করতে দিল না ।
আমি মনে করি মডুর উচিত হবে না তার পোস্ট গুলো ডিলিট করা । কারন এর মাধ্যমে সে তার চিন্তা চেতনা কে সবার মাঝে বিলিয়ে দিতে চেয়েছেন । আমি তার একটি লেখা পড়ে যতটুকু বুঝেছি তিনি একটু নাস্তিক টাইপের ছিলেন ।
আর অনেকেই হয়তো ধারণা করেছেন যে এই কারণেই তাকে খুন করা হয়েছে । কিন্তু যারা হত্য করেছে তার নিশ্চয় জানে না যে প্রত্যেক হত্যাই জঘন্য ।

আর প্রয়াত থাবা বাবা কে বলতে চাই- যদি তার অত্মা অবিনশ্বর হয়,- আমার মতে নাস্তিকতা মানে হলো কোন ধর্মকে কুটুক্তি করা নয়, এক্ষেত্রে বিশেষ কোন ধর্মকেতো নয়ই । যখন ধর্মীয় সমালোচনা হবে তখন তা হতে হবে সকল ধর্মের সামালোচনা । বিশেষ কোন ধর্মকে উদ্দেশ্য করেতো নয়ই ।

আমি থাবা বাবার জন্য দোয়া প্রর্থনা করছি আমার সৃষ্টি কর্তার কছে । যাতে তিনি তাকে ক্ষমা করে দেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.