![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব ---------
একদিন কাকতালীয় দেখা হয় তোমার আমার
আন্তঃনগর ট্রেনের কামরায় ;
সেদিন ছিলো শীতের ছোটদিনের হেলে পড়া বিকেল ;
আসন্ন সন্ধ্যায় পাখিদের মতো আঁধারও ক্রমশ ঘনিয়ে আসছিলো পৃথিবীর ভীড়ে।
আর তোমার পরিহিত শুভ্র পরিধানের ভেতর থেকে গোলাপগুচ্ছ সুবাস ছড়াচ্ছিলো।
তুমি দু’টো শুভ-নীল চোখে দেখছিলে,
কোনো স্বর তোমার দু’চঞ্চুকে মিলিত করেনি সেদিন ;
শুধু অনুভরের ভাষা দিয়ে আমরা সঙ্গমিত হচ্ছিলাম।
সেদিন তোমার সাথে একপুরুষ ছিলোÑ সুদর্শন ;
তোমার কথা তাই থেমেছিলো ট্রেনের কামরায়,
এখন ট্রেনের শব্দ পেলে মনে হয় তুমি এক সুদর্শনের সাথে যাচ্ছো তেপান্তরের মাঠ ;
আর আমি যাচ্ছি বেকার জীবনের কলঙ্ক ঘোচাতে শহরের আস্তানায়।
পরশুদিন শুনলাম, তোমার মেয়ের মেয়ে হয়েছে,
এবার আয়নায় তাকালাম আমি, দেখলাম : আমিও কম কিসের ?
আমারও মাথায় শরতের কাশফুল।
১০.০৩.২০১৩
©somewhere in net ltd.