![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব--------
জেসিকা, তোমাকে কতবার বলেছিলাম :
শুভ দিনক্ষণ দেখে মিলিত হবে।
মাসিক খরচের হিসেবপাতি ভালোভাবে বুঝা চাই :
কিংবা মাসের কোন তারিখে জলবায়ু আবহাওয়ার গতি কোনদিকে,
জোয়ার ভাটায় চন্দ্রের অবস্থান ;
এসব না জেনেই নিবিড় হও
ফুল ফোটাতে চাও
আর দেখো কেমন অজাতশশ্র“ জন্মেছে তোমার পেটে,
গর্ভবতী কালে তোমার মনে ছিলো কুটের মহড়া,
তুমি পবিত্র কোরান হাদিস একদিনও পাঠ করোনি, ভুলেও।
আর তাই তোমার সন্তান সব হয়েছে সন্ত্রাসী, চোর, ডাকাত
আর নিপুণ প্রতারক।
আর শিক্ষিতরা হয়েছে ভুমিদস্যু টেন্ডারবাজ আদমব্যবসায়ী।
এতগুলো সন্তান জন্ম দিলে তুমি,
একটি সন্তানও তোমার দেশ আর দশের কাজে লাগলো না ;
এই মুখ আমি এখন কাকে দেখাই।
১০.০৩.২০১৩
২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৯
একজন নিশাচর বলেছেন: এতগুলো সন্তান জন্ম দিলে তুমি,
একটি সন্তানও তোমার দেশ আর দশের কাজে লাগলো না ;
এই মুখ আমি এখন কাকে দেখাই।
+++
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ রাত ২:৫২
নিরব বাংলাদেশী বলেছেন: আশরাফুল কাল পায় যেন ভাই ডাবল সেন্চুরী
Click This Link