![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব --------------
এই যে তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক ;
অথচ দেখো তুমি ক্রমশ উৎসমূলের দিকে ধাবিত হও ;
আমিও আকাশ দেখে
ক্রমশ বিপরীতবিন্দু অভিমূখে যাত্রা করি।
আমাদের জীবনে বসন্ত এসেছিলো ;
শীতের অতিথি পাখিদের মতো সাইবেরিয়ার অরণ্যঘন আবাস ছেড়ে
আমরা এই আবহমান লেকে, জলে, কাদায় ; ভিজেছিলাম,
এই ক্যাম্পাসে নিবিড় হয়েছিলাম।
মূলত আমরা কিন্তু কেউ কারো নই ;
আমাদের দুজনের অবস্থান ভিন্ন প্রেক্ষণবিন্দুতে,
অথচ দেখো দু’জনের কত হদ্যতা আর মিল ;
মিলে বাসা বাঁধি ;
শাবক জন্মাই, নেতিয়ে পড়ি, আবার যাত্রা করি ভিন্নলোকে, উৎসমূলে।
আমি যে তোমাকে স্বৈরাচারি শাসকের মতোন কড়া নির্দেশে
কঠিন শাসনতন্ত্রে চালিত করতে চেয়েছিলাম ;
সেটা ভুল ছিলো ;
কেনোনা পৃথিবীর অভ্যন্তরে গলিত লাভার উৎগীরণ তো এক সময় হবেই ;
তোমার বোধে আর চেতনায় যে সঙ্গীতের সুর আর ছন্দ প্রোথিত
সেদিকে মন অনুগামী হবেই; হয়, সবাই উৎসমূলেই ফিরে।
যাঁদের স্পর্শে গন্ধে শুশ্রƒষায় পরিপুষ্ট তুমি,
সেখানে তোমার চেতনা যেতেই হবে, তাই যায়,
তাহলে ভালোবাসো বলে যে চিৎকার করে অনুরণন তুলছো ;
সেটা কিন্তু ক্ষুদার্থ পেটের আগুণের শিখা। তীব্র জ্বালা বহিঃপ্রকাশ।
সেটা ভালোবাসা, সেটা প্রেম ;
এবং সেটাকেই হৃদয়ের সম্পর্ক বলে, রক্তের নয়।
১১.০৩.২০১৩
©somewhere in net ltd.