![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব -----------
পরিপূর্ণ উত্তাপে গোলাপের মতো ফুটে ওঠো ;
আর আমি ফুটে কলাফুলকলি।
শ্বাসে মিষ্টি আবেশের ওম, আর চোখে ঢুলুঢুলু ঘুম।
মনে হলো ; এলো বুঝি ভালোবাসার মৌসুম।
মূলত তুমি এলে রক্তে বেজে ওঠে আবহমান সঙ্গীত ;
বুদবুদ আর ভুরভুরি ওঠে আমার শান্ত স্নিগ্ধ দিঘির ;
আমাদের কাছাকাছি সংলগ্নতায় পালায় হাড় কাঁপানো শীত ;
আর তুমি আমি রচি তখন পৃথিবীর শাশ্বত সুন্দর নীড়।
এই শেষ ফাগুনের রাতে আমাদের দেহ থেকে বিচ্ছূরিত হচ্ছে সুবাস,
তারি মোহনীয় আবহে বালিশের কভারে ফুটছে অজস্র গোলাপ,
জোনাকীরা ফুটে ফুটে ভরে দিয়েছে ফাগুন রাতের আকাশ,
কাছাকাছি আমরা যেন ক্রমাগত বলেই যাচ্ছি পাগলের প্রলাপ।
তুমি ফুটো, আমি ফুটি, তাই ফোটে পৃথিবীর ফুল ;
পৃথিবী সুন্দর হয়, এই রাতে ; যদি তুমি আমি হই অনুকূল।
১২.০৩.২০১৩
১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৩
অনুপম অনুষঙ্গ বলেছেন: ওক
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬
মাক্স বলেছেন: বাহ ছান্দিক মাধূর্যে মগ্ন অবশেষে মুগ্ধ!