![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-------
গগনবিদারী গর্জন। শ্রাবণের রাত। জেসিকা, ডিনারটা সেদিন তোমাদের ডাইনিং-এ হয়। নিজ হাতে খাওয়াবে বলে পরম যতেœ রান্না করেছিলে। বাসায় আমি গেলে দিলে চারটি চেয়ার অলংকৃত হয়। তোমার মায়ের সাথে বিয়ের কথা চলছে। বিয়েটা তোমার। ফলত বাড়িতে বেড়াতে গেলে একটু আধটু উঁকি দেয়া। সেই বিভীষিকাময় রাতে তোমার মা হবু জামাইকে বাসায় ফিরতে দেয়নি। তোমার সুবাসমাখা বিছানায় আমার ঘুমোবার ব্যবস্থা হয়। গভীর রাতে দেখি, তোমার নরম বালিশের কভার থেকে ফুটন্ত গোলাপ আর রজনীগন্ধা সুবাস ছড়িয়ে পড়ছে। তোমার বিছানা থেকে আমাকে আলগোছে কে যেন স্পর্শ করছে। ঈষৎ ডিম আলোর ভেতর দেখি, কে যেন আমাকে আলিঙ্গন করতে উদ্যত হচ্ছে। একটা ঘ্রাণের আবেশে আছন্ন হয়ে গেলাম আমি। মনে হলো, তুমি রাতের নির্জনে আমার কাছে এসেছো। পাশ কাটিয়ে দেখি, তোমার কোলবালিশ। আমার মনের মধ্যে পুলকের পুষ্পরেণুরা ঝুরঝুর ঝরতে থাকলো। এক সময় ঢুলু ঢুলু চোখে ঘুম এলে দেখি, তুমি সত্যি এসেছো। বেআব্র“ তুমি ক্রিকেটে ছক্কা মারা খেলোয়াড়ের মতো
বিজয়ের উল্লাসে শক্ত করে ধরেছো আমাকে। আমি তোমাকে পেয়ে কেঁদে দিলাম। তোমার নীলডিমের ঈষৎ আলোর সবুজ কামরাটি সেদিন অমরাবতীর স্বাদ এনেছিলো।
১৪.০৩.২০১৩
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৩
অনুপম অনুষঙ্গ বলেছেন: ok
২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১২
আমি বন্য বলেছেন: কি যেন আছে? ভাল্লোবাসা
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৩
অনুপম অনুষঙ্গ বলেছেন: thanks
৩| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৫
মাক্স বলেছেন: বাহ!
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: সিমানা ছাড়িয়ে
অনন্য +
সাহিত্য রত্নে অগ্রগন্য