![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-------
এক পশলা বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টিধৌত প্রভাত কী সুন্দর ঝকঝক করছে ! ঈষৎ হিম বাতাস, সূর্যের নরম আলো ! আর তুমি এমন প্রত্যাশিত মুহূর্তে ফুটলে সূর্যমুখীর মতো, দামী প্রসাধনীর ঘ্রাণ প্রকৃতিলোক থেকে ক্রমাগত বিচ্ছূরিত হতে থাকলো, তোমার দেহের স্পর্শে ব্যাপনে আমার ঘরময় এক স্বর্গীয়সুবাসে ছেয়ে গেলো। বনলতার মতো তোমার চুলগুচ্ছ, ডগায় কেমন কোমলতা অথচ তীক্ষ্মতায় মনে হচ্ছে বিষধর সাপের ছোবলে উদ্যত আচরণ। কপোলের টোল, আর চোখগুলো বিদেশী বিড়ালের মতো গোল, আর তোমার চঞ্চুতে বর্ষার নদীর মতো দুতীর ঘেষা সিক্ততা, আর মাছের পেটের মতো ফুলে ওঠা স্তনযুগল ; মুখের প্রাঞ্জল ভাষা আর শুদ্ধ উচ্চারণের মধুময়ধ্বনি, এইসব মিলে তোমার উষ্ণ আমন্ত্রণ। পৃথিবীর নিম্নভূমিতে অবগাহন !
সেদিন তুমি আমি দীর্ঘতম এক ট্রেনে সাইবেরিয়ার বিশাল অরণ্য ঘুরেফিরে গহীন মনের ভেতর ভরে নিয়ে আসি ঝুরঝুরে পুলক। পুলকগুলো বপণ করি দুজন মিলে পৃথিবীর আদিম আর শাশ্বত মৃত্রিকার গভীরে, আমাদের দুজনের পুলক আর আনন্দ মিলে জন্মালো এক প্রাণের অস্তিত্ব, সে পালক মেলে যখন আকাশ দেখছে, তখন আমরা আনন্দে উদ্বেলিত হলাম। বুঝলাম এই তাহলে পৃথিবীতে বেঁচে থাকার সার্থকতা, প্রেম, ভ্রণ আর প্রাণ। এইসব মিলে পৃথিবীর যত গান, যত ভাষা, যত কথা ; ঐতিহ্য, ইতিহাস আর আজকের এই প্রভাতের প্রকাশ।
১৪.০৩.২০১৩
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৪
অনুপম অনুষঙ্গ বলেছেন: ওক
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৪০
স্বপনবাজ বলেছেন: +++