![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-----
গরম কফির গন্ধ, কৃত্রিম ঝর্ণার জল, নীল নীল ডিম আলো, নরম-কোমল বাজনা আর মখমলের লাল গালিচা, লেমিনেটেড বাধাঁই করা খাবারে মেন্যু, গেলাসের ভেতর ভাঁজ করা রঙিন টিস্যু আর বেয়ারার কৃত্রিম স্যালুট কোথায় হারালো ! কোথায় হারালো গল্পের ভারে এলানো বিকেল, দিগন্তে গলা যাওয়া বাড়ি ফেরার হাতে জমানো সময়, কোথায় হারালো এপ্রিলের বৈশাখী মেঘ, আমার খয়েরী শাড়ী পড়া রূপবতী অনুসূয়া, কোথায় হারিয়ে গেছে ঘটিহাতা ব্লাউজ, খাপে খাপ মেলানো গোলাপী তুলতুলে ব্রা, ব্রার ভেতর থেকে বেরিয়ে আসার শীতের ভাঁপা পিঠার ভাঁপ, কামনাময় ঠোঁটের উষ্ণ আহবান, কোথায় তলিয়ে গেছে তাঁর কপোলের টোল, কানের পাথরদুল আর জরি জড়ানো শাড়ীর মচমচে গন্ধ।
সব আজ পাথর-ঢাকা হলুদঘাস, আর ফাল্গুনের বিবর্ণ ঝরাপাতা, বৃদ্ধ দালানের আস্তর ; গুড় গুড় গড়িয়ে যাওয়া রাজবাড়ির ধ্বংসাবশেষ। ভালোবাসার দিন যে কবে শেষ হলো, শেষ হলো সব সাধ, আহলাদ, আস্বাদ হৃদয়ের আবেদন, আমরা শুধু হাওয়ার সাথে বাস করে সবকিছু শূন্যে মেলাই, আমাদের দেহ থেকে মাংস খসে পড়ে, থাকে শুধু পাঁজরের ভিত, তবু আমরা ঘর বাঁধি ; পৃথিবীর প্রতি আমাদের কত গভীর পিরীত।
১৫.০৩.২০১৩
©somewhere in net ltd.