![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-----
‘তোমাকে ভালোবাসিনা’ : যদি না বাসিতে পারিতাম : তবু মুক্তি ছিলো, তোমাকে ভালোবাসা যে আমার আজ প্রাত্যহিক রুটিন। শ্রমজীবী কিংবা কর্মজীবীদের মতোন যেন নিত্যকার কাজ। এ থেকে যে মুক্তি নেই আমার ; রেহাই নেই। তুমি যে নিত্যকার গৃহকর্ম ; প্রত্যুষে শিশুর মুত্র পরিষ্কারের মতোন জননীর দিঘির জলে যাত্রা, তুখোর ছাত্রের অধ্যয়নের নিত্যকার পাঠ।
তোমাকে ভুলে থাকা কি অত সহজ ! তোমাকে ভালোবাসতেই হয়, কেনোনা তুমি খোলা মাঠে আর্ত কৃষকের গামছায় বাঁধা গামলাভরা ডাল-ভাত, প্রতিদিনের স্নানের পবিত্র এক শুদ্ধতা, শুভ্রতা, দেহে সঞ্চালিত রক্তের সংবহনতন্ত্রে এক আদিম চেতনার শাশ্বত রূপ ; রূপের স্পন্দন। পুলকের পশরা, আর আমার জীবনের খসড়া !!
১৬.০৩.২০১৩
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৫
পাগলাগরু বলেছেন: আইটা কিসের কবিতা