![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-----------
এই শহরেই তুই থাকিস, অথচ তোর খোঁজ আমি জানিনা। কিছু দায়বদ্ধতা থেকে তোকে আমি খুঁজে বেড়াই। কেনোনা মা হারা অনাথ বালক তুই একদিন পুঁথিপড়া বয়সে উদরের জ্বালায় শহরের পথে পা বাড়িয়েছিলি, যে সময়টাতে ছেলেরা গোল্লাছুট, কানামাছি আর মানুষের লিচু আম কিংবা নারকেল চুরি করে, সেই সময়েই তুই পথে বাড়ালি, তোর বয়স যখন মাত্র দুই বছর ; একচৈত্রে তোকে ঘুমিয়ে রেখে তোর মা প্রস্থান করেন। তুই কী বুঝেছিলি ? জানিনা ! তারপর থেকে তুই তোর মার কথা একদম বলতি না। তোর মা কী তোকে কানে কানে বলেছিলো ? আমি চলে গেলে তুই কাদঁবি না, তুই আর কাঁদিস নি। তারপর তোর মা’র বিহনে তোর বাবা নিরুদ্দেশ হয় ; তোর বয়স যখন পাঁচ। তারপর থেকে তুই বাবাহীন মাহীন আর মা-বাবার আদরহীন অনাদরে বড় হতে থাকলি,
তোর ভার কেউ নিলোনা। একদিন তুই শহরের পথে পা বাড়ালি, শুনি ঢাকায় থাকিস। তুই এতদিনে অনেকটা বড় হয়েছিস, তোর ঘন গোঁফদাঁড়িতে ছেয়েছে মুখ। তুই তাগড়া এক যুবক হয়েছিস এতদিনে। তোর মা বেঁচে থাকলে আজ অনেক আনন্দ পেতেন বুঝি!
তুই এত পাষাণ কীভাবে হলি, তোর মুখ দিয়ে একটি বারের জন্য মা শব্দটা উচ্চরিত হয় না। মা বলে কেউ ছিলো কোনদিন তাও বুঝিস না। তোর মুখে চাইলে ডুকরে কান্না আসে আমার, অথচ তুই একবিন্দু টলিস না, একটি বারের জন্য বলিস না তোর দুঃখগুলো। ঈশ্বর তোকে এত ক্ষমতা দিয়েছেন ! জীবনের দুঃখগুলো কষ্টগুলো এত সহজেই হজম করলি তুই। তুই কী রাত্রে নিভৃতে কাঁদিস, কোনোদিন কী তোর চোখে দুফোটা শিশির ঝরে না ? ঝরে..না ঝরে না .............!! ?
১৯.০৩.২০১৩
©somewhere in net ltd.